নয়া দিল্লি: করোনা সংক্রমণ বাড়ছেই দেশে। বাড়ছে ওমিক্রনও। এরই মধ্যে চিন্তা বৃদ্ধি করল পুনঃসংক্রমণের খবরে। জাতীয় সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রায় ২০ থেকে ২৫ শতাংশ ক্ষেত্রে এই পুনঃসংক্রমণ ঘটছে। প্রথম বা দ্বিতীয় তরঙ্গেও যারা আক্রান্ত হয়েছে, ফের তাঁরাও আক্রান্ত হচ্ছে বলে জানা গিয়েছে। 


চিকিৎসকরা জানিয়েছেন, দ্বিতীয়বার মারাত্মক ভাইরাসে আক্রান্ত রোগীদের বেশিরভাগই হালকা থেকে মাঝারি লক্ষণ দেখা যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে যে বেশিরভাগ রোগীদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হচ্ছে। মনে করা হচ্ছে ওমিক্রনের জেরে পুনরায় সংক্রমণ হচ্ছে। হায়দরাবাদ এবং তেলেঙ্গানায় ব্যাপক হারে এই ট্রেন্ড দেখা যাচ্ছে বলে খবর।  সম্পূর্ণ বা আংশিকভাবে টিকা নেওয়া লোকেদের মধ্যে পুনরায় সংক্রমণের ঘটনা ঘটছে।                


সম্প্রতি দেখা গিয়েছে, পাঁচ মাস আগেই যারা আক্রান্ত হয়েছিলেন সেই সকল ব্যক্তিরা আবার আক্রান্ত হয়েছে এই শহরে। প্রথমবারের থেকে যদিও এবারে উপসর্গ অনেকটাই কম। আগের বার সেরে উঠতে এক মাস সময় লাগলেও এবারে অনেকক্ষেত্রেই লক্ষণগুলি মৃদু। 


এদিকে, দেশে করোনায় দৈনিক সংক্রমণ তিন লক্ষের কাছাকাছি। ওমিক্রন-আবহে উদ্বেগ বাড়িয়ে ৪২ শতাংশের বেশি বাড়ল দৈনিক মৃত্যু। দৈনিক সংক্রমণ বাড়ল প্রায় ১৯ শতাংশ। একইসঙ্গে বাড়ল সংক্রমণ হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮২ হাজার ৯৭০ জন।গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৩৮ হাজার ১৮।গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৪১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩১০।  


অন্যদিকে, পশ্চিমবঙ্গে ফের বাড়ল করোনার সংক্রমণ-মৃত্যু। রাজ্যে একদিনে ১১ হাজার ৪৪৭জন করোনা আক্রান্ত। রাজ্যে একদিনে করোনায় ৩৮জনের মৃত্যু, ৫দিনে ১৮০জনের মৃত্যু। রাজ্যে পরপর ৫দিন তিরিশের উপরেই রইল মৃত্যু। শুধু কলকাতাতেই একদিনে ১৪জনের মৃত্যু, ২ হাজার ১৫৪জন সংক্রমিত।