নয়াদিল্লি: একদিকে নামছে আবহাওয়ার পারদ। অন্যদিকে চড়ছে কৃষক আন্দোলনের পারদ। একাধিকবার বৈঠকে বসেও কোনও সমাধান মেলেনি। এবার কৃষকদের এই আন্দোলন নিয়ে নিজের অনুভূতির কথা জানালেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই নিয়ে মুখ খুলেছেন তিনি।


তিনি জানিয়েছেন, দিল্লির সীমান্তে পঞ্জাব, হরিয়ানার কৃষকরা যেভাবে আন্দোলন করছেন তাতে তিনি মর্মাহত। নিজের ট্যুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমার কৃষক ভাইরা যেভাবে কষ্ট পাচ্ছেন, তাতে আমি মর্মাহত। সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। এর আগেও সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছিলেন তিনি। লিখেছিলেন, আমি সরকারের কাছে আবেদন করছি, কৃষকদের সমস্যার দ্রুত সমাধান করা হোক। কিন্তু পরে সেই টুইট মুছে দেন তিনি। ধর্মেন্দ্রর পাশাপাশি প্রীতি জিন্টা, রিতেশ দেশমুখ, রিচা চাড্ডা, অনুভব সিংহ কৃষকদের আন্দোলনে সংহতি জানিয়েছেন।



এদিক গত সপ্তাহে বিজেপির মুখ রক্ষা করতে আসরে নেমেছিলেন বলিউড অভিনেতা তথা বিজেপি সাংসদ সানি দেওল। ধর্মেন্দ্র পুত্র ট্যুইটারে তিনি লিখেছিলেন, ‘’আমি সারা বিশ্বের কাছে আবেদন জানাচ্ছি এই বিষয়ের মধ্যে ঢুকবেন না। কারণ এটা সরকার এবং কৃষকদের অভ্যন্তরীণ বিষয়। দুপক্ষই আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করবে। আমি জানি অনেকেই এই পরিস্থিতির সুযোগ নিয়ে সমস্যা তৈরির চেষ্টা করবেন। তাঁরা কেউই কৃষকদের কথা ভাবছেন না। তাঁদের নিজস্ব কিছু উদ্দেশ্য আছে।‘’

উল্লেখ্য, কেন্দ্রের ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন হাজার হাজার কৃষক। পঞ্জাব, হরিয়ানা সহ উত্তর ভারতের কৃষকরা রাতভর বিক্ষোভ দেখাচ্ছেন দিল্লির কনকনে ঠান্ডায়। রাজধানী অবরুদ্ধ করে আন্দোলন শুরু করেছেন তাঁরা। দিল্লিতে ঢোকার আগে পুলিশ পথ আটকায়। তাঁদের বক্তব্য সংশ্লিষ্ট আইনগুলি বাতিল করতে হবে। এই কৃষক আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন দেশ বিদেশের রাষ্ট্র নেতারা। দফায় দফায় কেন্দ্রের সঙ্গে বৈঠক হয়েছে। কিন্তু মেলেনি কোনও সমাধান সূত্র। এমনকী অমিত শাহর সঙ্গেও বৈঠকের পরেও অনমনীয় কৃষকরা।