শেষ পর্যন্ত অবশ্য যাবতীয় অভিযোগ থেকে বিভাগীয় তদন্তে অব্যাহতি পেয়েছেন কাফিল। চলতি বছরের এপ্রিলে মেডিকেল এডুকেশন বিভাগে জমা পড়া তদন্ত রিপোর্টে অক্সিজেন সিলিন্ডারের ঘাটতির জন্য কাফিলের দোষ প্রমাণিত হয়নি। তাঁর বিরুদ্ধে চিকিত্সায় অবহেলা ও দুর্নীতির অভিযোগ খারিজ করে রিপোর্টে বলা হয়েছে, হাসপাতালের যে এনসেফালাইটিস ওয়ার্ডে শিশুমৃত্যুর মিছিল হয়েছিল, কাফিল তার ইনচার্জ ছিলেন না।
অভিযোগমুক্ত কাফিলের প্রতি ট্যুইটে অভিনেতা রাওয়াল লিখেছেন, ভুল হলে ক্ষমা চাওয়ায় লজ্জার কিছু নেই। ডঃ কাফিল খানের কাছে ক্ষমা চাইছি। তবে তার আগে মঙ্গলবার কাফিলও দাবি করেছিলেন, পুরানো ট্যুইটের জন্য ক্ষমা চাইতে হবে রাওয়ালকে। কাফিল সোস্যাল মিডিয়ায় লেখেন, আপনি শুধু আমাকেই নয়, সব ভারতীয়কেই উইপোকা বলেছেন। আমরা সবাই আপনার ফ্যান। তাই এটা আপনার কাছে আশা করিনি।
রাওয়ালের ক্ষমাপ্রার্থনার পর কাফিল জবাব দিয়েছেন, তিনি স্বাগত জানাচ্ছেন, তবে আমাদের যে ৭০জন বাবা-মা বিআরডি অক্সিজেন ট্র্যাজেডিতে সন্তান হারিয়েছেন, তাঁদের কাছেও দুঃখপ্রকাশ করা উচিত আমাদের।