ফেডেরার টুইটারে ছবি দেখার পরামর্শ চেয়েছিলেন। গোটা বিশ্ব থেকে সঙ্গে সঙ্গে জমা পড়ে একের পর এক হলিউড ক্লাসিকের নাম। কিন্তু ফেডেরার জানান, তিনি বলিউড ছবি দেখতে চান।
শোলে থেকে লগান, জানে ভি দো ইয়ারোঁ- চলে আসে একাধিক ছবির নাম। তবে বেশিরভাগ নেটিজেনই একমত, ফেডেরারের উচিত আরবাজ খানের ছবি দেখা। সলমনের ভাইকে দেখতে নাকি হুবহু তাঁর মত। দেখুন কিছু টুইট