নয়াদিল্লি: চাপ বাড়িয়ে পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিল আরএসএস। চলতি ‘বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে’র ধাক্কায় পাকিস্তান ভেঙে পড়বে বলে দাবি করলেন সঙ্ঘের তাত্ত্বিক নেতা ইন্দ্রেশ কুমার। পাক প্রধানমন্ত্রী ইমরান খান যেদিন পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে কাশ্মীরিদের সমর্থনের বার্তা দিতে সমাবেশে ভারতকে নিশানা করলেন, সেদিনই ইন্দ্রেশ বলেছেন, ১৯৪৭ এর আগে পাকিস্তানের বিশ্ব মানচিত্রে অস্তিত্বই ছিল না। আমার ধারণা, ফের বিশ্ব মানচিত্রে ওদের চিহ্নই পাওয়া যাবে না। ফলে এমনটা হতেই পারে যে, লাহোরে বাপু জয়ন্তী, হিন্দি দিবস পালন করব আমরা। আপনারা কি একমত? এনডিএমসির কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। লাহোরে মহাত্মা গাঁধীর জন্মবার্ষিকী পালনের ইচ্ছা প্রকাশের পাশাপাশি ইন্দ্রেশ বলেন, পাকিস্তান তৈরি হয়েছিল ১৯৪৭ এ দেশ বিভাজনের পর, ১৯৭১-এ পাকিস্তান ভেঙে দুটুকরো হয়। আজ ওরা ৫-৬ টুকরো হওয়ার মুখে। পাখতুনিস্তান, বালুচিস্তান, সিন্ধুপ্রদেশ ভেঙে বেরিয়ে যেতে চায়। বিশেষজ্ঞরা পাকিস্তানের করুণ দশার ভবিষ্যদ্বাণী করছেন। বলছেন, দিন কে দিন ওরা দুর্বল হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর আজ নিয়ে দ্বিতীয়বার অধিকৃত কাশ্মীর সফর করলেন ইমরান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ মোদি সরকারের একাধিক মন্ত্রী বিবৃতি দিয়ে দাবি করেছেন, পাক অধিকৃত কাশ্মীর, আকসাই চিনও ভারতের। অমিত শাহ সংসদে ওই দুই ভূখন্ড ফের ভারতের অন্তর্ভূক্ত হবে বলে জানিয়েছেন। সেই প্রেক্ষাপটেই সঙ্ঘের তাত্ত্বিক নেতার এই হুঁশিয়ারি পাকিস্তানকে।