কলকাতা: সম্পূর্ণ সুস্থ, বাড়ি ফিরতে চান শোভন চট্টোপাধ্যায়। শনিবার বিকেলে হাসপাতালের বারান্দা থেকে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন শোভন চট্টোপাধ্যায়। এ তিনি বলেন, 'আমাকে ডিসচার্জ করে দিন, বন্ডে হলেও আমি বাড়ি যেতে চাই।' গত সোমবার ভোরে অসুস্থ হয়ে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন তিনি। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। তবে এবার বাড়ি যেতে চান, তাঁকে এসএসকেএমে জোর করে আটকে রাখা হয়েছে বলেই জানিয়েছেন তিনি। 


এ দিন নাম না করে কুণাল ঘোষকে নিশানা করেন শোভন। বলেন, 'যাঁরা বিভিন্ন সময় জেলে কাটিয়েছেন, তাঁরা এখন তৃণমূলের মুখপাত্র হয়ে কথা বলছেন। বৈশাখী সম্পর্কে কথা বলার আগে নিজেকে দেখুন।' তিনি আরও বলেন, 'মহিলাদের সম্বন্ধে বলা এই ব্যক্তি তৃণমূলকে ডিফেন্ড করছেন। সম্পূর্ণ আইনগত বিষয়ে দেখা হোক বিষয়টি। মুখ্যমন্ত্রীর গ্রেফতারি দাবি করেছিলেন যিনি, তাঁর কথার গুরুত্ব নেই আমার কাছে।'


নারদ কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়ার পর গতকাল, শুক্রবার শোভন সহ চার নেতাকে গৃহবন্দি থাকার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এই নোটিস মিলতেই শনিবার সকালেই শোভন চট্টোপাধ্যায়কে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন তাঁর বান্ধবী বৈশাখী। 


তবে শোভনের বাড়ি ফেরা নিয়ে তৈরি হয়েছে ঠিকানা বিভ্রাট৷ সিবিআই-এর খাতায় রয়েছে বেহালার বাড়ির ঠিকানা৷ কিন্তু শোভন চট্টোপাধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যেতে চান গোলপার্কের ফ্ল্যাটে। সিবিআই সূত্রে খবর, তাঁদের কাছে সব নথিতেই শোভন চট্টোপাধ্যায়ের ঠিকানা হিসেবে রয়েছে ৩৬, মহারানি ইন্দিরাদেবী রোড, কলকাতা- ৭০০০৬০। কিন্তু বর্তমানে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোলপার্কের একটি ফ্ল্যাটেই থাকেন শোভন৷ সবমিলিয়ে শুরু হয়েছে জলঘোলা। 


এদিন হাসপাতালের বারান্দা থেকে আর কী কী বললেন শোভন চট্টোপাধ্যায়



  • স্টিং অপারেশনে অভিযোগের প্রেক্ষিতে যে আইনি প্রক্রিয়া আছে, সেই অনুযায়ী চলছি

  • আদালত আমাদের হোম অ্যারেস্টের কথা বলেছেন

  • আমি আশা করব, এসএসকেএম কর্তৃপক্ষ আমাকে ডিসচার্জ করে দেবেন

  • বিশ্বাস করি প্রেসিডেন্সি জেলে যাওয়ার পর আদালতের অর্ডার মতো হাউস অ্যারেস্ট করাবেন

  • চক্রান্ত করে আমাকে দমানো যাবে না

  • অসুস্থ থাকা, আর সুস্থ হয়ে যাওয়া আলাদা বিষয়

  • আমার হাই সুগার, ইনসুলিন চলে

  • আমার মেডিক্যাল পরিস্থিতি ডাক্তার ও উকিলের কাছে পরিষ্কার করে বলা উচিত

  • আমার চিকিত্‍সা শেষ হয়ে গেছে, যে যে অসুবিধা ছিল সেটার অবসান হয়েছে

  • ১৭ তারিখ যে অসুবিধা ছিল, সেটার অবসান হয়েছে

  • ঝড়ের মধ্যে পড়লে বিপদ, বাঙালি হয়ে ইংরেজের কাছে বাংলা পরীক্ষা দেওয়াটা আপদ

  • ক্লাস টেন পাস, হনুমানের মতো লঙ্কা পুড়িয়ে দুর্ভাগ্যজনক মন্তব্য করছেন

  • বৈশাখী সম্পর্কে মন্তব্যের আগে, তাঁর নখের যোগ্য হোন

  • আমি প্রেসিডেন্সি জেল থেকে এসেছিলাম, সেখানে পাঠিয়ে দিন

  • আদালতের নির্দেশ মেনে চলুন’‘গতকাল থেকে আমি খাবার খাইনি, আমি সুস্থ মানুষ

  • আমার সুস্থতাকে অসুস্থতা দেখানোর চেষ্টা করা হচ্ছেকোভিড পরিস্থিতিতে লকডাউন চলছে, কারফিউ চলছে


এদিন পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। এ দিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভন চট্টোপাধ্য়ায়ের বান্ধবী বৈশাখী বলেন, 'আমার মনে হয় শোভনবাবু যদি এখন বলেন উনি পর্ণশ্রীর বাড়িতে ফিরতে চান, তবে এসএসকেএম-ও জেল কর্তৃপক্ষ রাজি হয়ে যাবে। এই চাপ যে প্রভাবশালী পক্ষ থেকেই আসুক না কেন শোভনবাবু কোথাও মাথা নোয়াননি আর নোয়াবেনও না। উনি এত হ্যারাসমেন্ট সহ্য করতে পেরেছেন, আরও পারবেন। তিনি আরও বলেন,'কেউ মন্ত্রী বলে সে বাড়ি যেতে পারবে ও সাধারণ নাগরিক বলে বাড়ি যাওয়ার অধিকার নেই এটা খুবই দুর্ভাগ্যজনক।'


এসএসকেএম হাসপাতালে জোর করে রেখে দেওয়া হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে। সকালে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক অভিযোগে পরেই  এ প্রসঙ্গে  তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'কে ওই মহিলা হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন? সুপার কি ওটাকে মধুচক্র করেছেন?' আর এই নিয়েই শুরু জোর তরজা।