নয়াদিল্লি : উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হবে বলে আগেই ভাগ্য নির্ধারিত ছিল। এ সপ্তাহেই একথা জানিয়ে বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী নিজেকে একজন "সারথি" বলেছেন। ১৯৯০ সালের ২৫ সেপ্টেম্বর গুজরাতের সোমনাথ থেকে যিনি বিতর্কিত 'রথ যাত্রা' শুরু করেন। শেষ হয় ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ঘটনা দিয়ে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আডবাণী।


আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহে রাম লালার মূর্তি স্থাপন করা হবে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে। এ প্রসঙ্গে বর্ষীয়ান নেতা আডবাণী আশা প্রকাশ করেন, এই মন্দির প্রভু রামের গুণাবলী গ্রহণ করার জন্য সকল ভারতীয়কে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, "সেই সময় (১৯৯০ সালের সেপ্টেম্বর মাসে, যাত্রা শুরুর কয়েকদিন পর) , আমার মনে হয়েছিল একদিন অযোধ্যায় বিশাল একটা রামমন্দির হবে। এখন এটা সময়ের বিষয়। রথযাত্রা শুরুর কয়েকদিন পর, আমার মনে হয়েছিল আমি শুধু একজন সারথি মাত্র। মূল বার্তাটা ছিল যাত্রার...রথ পুজোর যোগ্য। কারণ, এটা রামের জন্মস্থানে যাচ্ছে।"


এদিকে রাম মন্দির উদ্বোধনের (Ram Mandir Inauguration) আগে ১১ দিনের বিশেষ রীতি-নিয়ম পালন শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এই সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন তিনি। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন ও রাম লালার প্রাণপ্রতিষ্ঠার আগে কঠোর বিধি মেনে চলবেন প্রধানমন্ত্রী। দেশবাসীর উদ্দেশে বিশেষ অডিও বার্তাও দিয়েছেন তিনি।


অডিও বার্তায় নিজের আবেগের কথা বলেছেন মোদি। তিনি বলেন,'আমি আবেগপ্রবণ। জীবনে প্রথমবার এমন কোনও অনুভূতি হচ্ছে আমার।' X হ্যান্ডেলে অডিও বার্তা পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন,  'অযোধ্যায় রাম লালার (Ram Lalla) প্রাণ প্রতিষ্ঠার আর ১১ দিন বাকি রয়েছে। আমার সৌভাগ্য যে আমি এই পুণ্য তিথির সঙ্গী হব। এমন ঐতিহাসিক ও পবিত্র মুহূর্তে সারা ভারতবাসীর প্রতিনিধি হওয়ার জন্য ঈশ্বর আমায় বেছে নিয়েছেন। এর জন্য আমি ১১ দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছি। জনসাধারণের আশীর্বাদ চাইছি আমি। এটা এমন সময় যখন নিজের ভাবনা শব্দে বলা খুব কঠিন, তবুও আমি আমার মতো চেষ্টা করেছি।'


এদিন দেশবাসীর উদ্দেশে প্রায় ১০ মিনিটের অডিও বার্তা দিয়েছেন তিনি। সেখানে ঘুরে-ফিরে এসেছে নানা বিষয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।