Light Combat Helicopter: ভারতীয় বায়ুসেনাবাহিনীতে (Indian Air Force) যুক্ত হয়েছে প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি যুদ্ধবিমান ‘প্রচণ্ড’ (Light Combat Helicopter Prachanda)। যোধপুরে ভারতীয় বায়ুসেনার দফতরে এই যুদ্ধ বিমান নিযুক্ত করা হয়েছে। সোমবার ৩ অক্টোবর বায়ুসেনাবাহিনীতে এই লাইট কমব্যাট হেলিকপ্টার অন্তর্ভুক্তি অনুষ্ঠানে যোগ দিতে যোধপুর পৌঁছেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই প্রথম দেশীয় পদ্ধতিতে কোনও লাইট কমব্যাট হেলিকপ্টার তৈরি হয়েছে। আর সেটাই যুক্ত করা হয়েছে ভারতীয় বায়ুসেনাবাহিনীতে।


দেশীয় পদ্ধতিতে তৈরি করা লাইট কমব্যাট হেলিকপ্টার ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার আগে একটি সম্মেলনের (Synod) আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন চারটি কমিউনিটির ধর্মীয় গুরুরা। সমস্ত অনুষ্ঠান শেষ হওয়ার পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লাইট কমব্যাট হেলিকপ্টার ‘প্রচণ্ড’- তে চড়ে সফরও করেছেন। আজকের অনুষ্ঠান প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, নবরাত্রির সময় ছাড়া ভাল সময় এবং রাজস্থানের মাটি ছাড়া ভাল কোনও জায়গা নেই যেখানে দেশীয় পদ্ধতিতে তৈরি এই লাইট কমব্যাট হেলিকপ্টার ভারতীয় বায়ুসেনাবাহিনীতে যুক্ত করা সম্ভব। আর সেই জন্যই এই সময় এবং স্থান বেছে নেওয়া হয়েছে।


ভারতীয় বায়ুসেনাবাহিনীতে ‘প্রচণ্ড’ লাইট কমব্যাট হেলিকপ্টারের আগমনের ফলে দেশের বায়ুসেবাহিনীত শক্তি আরও বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, এই হেলিকপ্টার দেশীয় পদ্ধতিতে তৈরি হয়েছে এবং তা সত্যিই গর্বের বিষয়। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর কথায় ভারতের জয়রথ একদম প্রস্তুত। দেশীয় পদ্ধতিতে তৈরি এই লাইট কমব্যাট হেলিকপ্টার ইতিমধ্যেই সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এবং সাবলীল ভাবে শত্রুপক্ষকে বিনাশ করতে প্রস্তুত ভারতীয় বায়ুসেনাবাহিনীতে সদ্য সংযোজন হওয়া এই হেলিকপ্টার।


আজকের অনুষ্ঠানে দেশীয় পদ্ধতিতে তৈরি এই লাইট কমব্যাট হেলিকপ্টার বা LCH- কে ভারতের জয়রথের সঙ্গে তুলনা করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এর পাশাপাশি তিনি এও বলেছেন যে আগামীদিনে ভারতের নাম সর্বশক্তিমান দেশগুলির তালিকায় শীর্ষে থাকবে। এদিনের অন্তর্ভুক্তি অনুষ্ঠানে যোধপুরে হাজির ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরি। যোধপুরে ভারতীয় বায়ুসেনাবাহিনীর বেসে অন্তর্ভুক্ত হয়েছে প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার 'প্রচণ্ড'। এর ফলে আরও শক্তিশালী হতে চলেছে ভারতীয় বায়ুসেনাবাহিনী।


আরও পড়ুন- বর্তমান স্মার্টফোনেই ব্যবহার করতে পারবেন 5G,এই কৌশলেই হবে কাজ