Airtel 5G services Activation:আলাদা করে নতুন ফোন কেনার প্রয়োজন নেই। আপনার বর্তমান ফোনেই সক্রিয় করতে পারবেন ৫জি পরিষেবা। কেবল এই কৌশলেই হবে বাজিমাত।
5G services: কী বলছে এয়ারটেল ?
শনিবারই দেশে ৫জি যুগের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে দিল্লিতে উদ্বোধন হয়েছে ৫জি পরিষেবার। যেখানে উপস্থিত ছিলেন ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে (IMC-2022) 5Gপরিষেবার শুভারম্ভ হয়। বর্তমানে এই পরিষেবা নিয়ে মানুষের মধ্যে ধন্দ্ব তৈরি হয়েছে। অনেকেই ভাবছেন,নতুন পরিষেবার জন্য অবিলম্বে তাদের একটি নতুন 5Gস্মার্টফোন কিনতে হবে। যারা বর্তমানে মোবাইল পরিবর্তন করার মতো অবস্থায় নেই, তাঁরাও এই 5G পরিষেবা ব্যবহার করতে চান। ১ অক্টোবর থেকে Airtel-এর 5G পরিষেবাগুলি নির্বাচিত শহরগুলিতে শুরু হয়ে গিয়েছে৷ জেনে নিন, কীভাবে এই পরিষেবাটি সক্রিয় করবেন।
Airtel 5G services Activation: এই শহরগুলিতে 5G পরিষেবা শুরু হয়েছে
Airtel বর্তমানে দিল্লি, বেনারস, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বাই, চেন্নাই, শিলিগুড়িতে তাদের 5Gপরিষেবা চালু করার ঘোষণা করেছে। তবে, সংস্থাটি সঠিক অবস্থান বা অঞ্চল উল্লেখ করেনি, যেখানে পরিষেবাগুলি পাওয়া যাবে।
5G services:আপনার স্মার্টফোনে 5G সক্রিয় করার পদক্ষেপ
১ আপনার স্মার্টফোনে সেটিংস অ্যাপ খুলুন
২ সংযোগগুলিতে যান বা মোবাইল নেটওয়ার্ক বিকল্পগুলি দেখুন৷
৩ নেটওয়ার্ক মোডে প্রেস করুন ও 5G/4G/3G/2G বিকল্প নির্বাচন করুন
৪ একবার নেটওয়ার্ক মোড 5G-তে সেট করা হলে, আপনি যদি 5G-সক্রিয় এলাকায় থাকেন, তাহলে স্মার্টফোনটি স্বয়ংক্রিয়ভাবে 5G লোগো দেখাতে শুরু করবে।
৫ এর পরে আপনার বিদ্যমান স্মার্টফোনটি 5G পরিষেবাতে শুরু হবে
Airtel 5G services Activation: আপনার কাছাকাছি 5G পরিষেবা পাওয়া যায় কিনা তা কীভাবে জানবেন ?
এয়ারটেল নিশ্চিত করেছে যে,ফোন ব্যবহারকারীরা 5G পরিষেবা পাওয়া যাবে কিনা সে সম্পর্কে জানতে পারবেন।
এয়ারটেল ধন্যবাদ অ্যাপ ব্যবহার করে আপনার বর্তমান স্মার্টফোনে 5G ব্যবহার করা যাবে কিনা তা পরীক্ষা করা যেতে পারে।
আপনি যদি 5G পরিষেবা পাওয়া যায় এমন জায়গায় থাকেন, তাহলে আপনি ভাল গতির ইন্টারনেটের সুবিধা নিতে পারবেন।
5G services: সিম পরিবর্তন করতে হবে না
মনে রাখবেন , এয়ারটেলের 5G পরিষেবা আপনার বিদ্যমান 4G সিমে শুরু হবে। তাই আপনার সিম পরিবর্তন করার দরকার নেই।
আরও পড়ুন : 5G service in India: দেশে ৫জি যুগের সূচনা, ইন্টারনেটের গতিযুদ্ধে বিশ্বে কত নম্বরে ভারত ?