নয়াদিল্লি: চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের এই আবহে ইজরায়েল থেকে আরও ক্ষমতাশালী স্পাইস-২০০০ বম্ব কিনতে চলেছে ভারতীয় বায়ুসেনা। এই বম্বগুলি বালাকোট এয়ার স্ট্রাইকের সময় ব্যবহার করা হয়েছিল। স্পাইস কথাটির অর্থ হল-- স্মার্ট, প্রিসাইজ ইমপ্যাক্ট, কস্ট এফেক্টিভ।


সংবাদসংস্থা সূত্রে খবর, ভারতে ইতিমধ্যেই এই বিশেষ ধরনের বম্ব রয়েছে। এখন অস্ত্রাগারে এই বম্বের সম্ভার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বায়ুসেনা।


২০১৯ ফেব্রুয়ারিতে, নিয়ন্ত্রণরেখার ওপারে গিয়ে পাক অধিকৃত কাশ্মীরের ৬০ কিলোমিটার ভিতরে বালাকোটে এই বম্ব দিয়েই জঙ্গি-শিবির ধ্বংস করেছিল ভারতীয় বায়ুসেনা।





মূলত, ফরাসি নির্মিত মিরাজ-২০০০ যুদ্ধবিমানে ব্যবহৃত হয়ে থাকে স্পাইস-২০০০ বম্ব। মূলত, শত্রুপক্ষের ভূগর্ভস্থ কমান্ড সেন্টার ধ্বংস করতে পারদর্শী এই অস্ত্র।

এক সামরিক কর্তা জানান, শত্রু বাঙ্কার ও বিল্ডিং ধ্বংস করতে সক্ষম স্পাইস-২০০০। পাশাপাশি, ভূমির ওপরে থাকা গ্রাউন্ড টার্গেট বা লক্ষ্যবস্তুকেও ধ্বংস করতে পারে এই বম্ব।


এখন, চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের এই আবহে, বাহিনীকে নিজেদের প্রয়োজন অনুযায়ী রণসম্ভার কেনার জন্য সর্বাধিক ৫০০ কোটি টাকার আর্থিক ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। সেই মতো, বায়ুসেনা ইজরায়েলের থেকে অতিরিক্ত স্পাইস-২০০০ বম্ব কিনতে চলেছে।


এর আগে, উরি হামলা ও বালাকোট অভিযানের পর লেকইভাবে আর্থিক ক্ষমতা দশের সামরিক বাহিনীকে দিয়েছিল মোদি সরকার।