কলকাতা: আজ থেকে খুলল কালীঘাট মন্দির। করোনা আবহে প্রায় ১০০ দিন বন্ধ থাকার পর খুলল মন্দিরের দরজা।
এদিন সকাল ৬টায় ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। সকাল থেকেই মন্দির চত্বরে বাজছে নহবতের সানাই। তারই সুরের মূর্চ্ছনায় ফের প্রাণবন্ত হয়ে উঠেছে মন্দির চত্বর।
প্রতিদিন মন্দির খোলা থাকবে সকাল ৬টা থেকে বেলা ১২টা এবং বিকেল ৪টে থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত। সতর্কতাবিধি মেনে এক এক বারে ১০ জন করে দর্শনার্থীকে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ২ নম্বর গেট দিয়ে মন্দিরে প্রবেশ করবেন পুণ্যার্থীরা।
ভক্তদের জন্য চালু একাধিক সুরক্ষাবিধি। প্রবেশপথে বসানো হয়েছে স্যানিটাইজেশন টানেল। নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে লাইন করে ভক্তরা মন্দিরে প্রবেশ করছেন। গর্ভগৃহে ঢোকা নিষেধ। এরপর ৪ নম্বর গেট দিয়ে বেরিয়ে যাবেন দর্শনার্থীরা।
ফুল-মালা অথবা পুজোর ডালা নিয়ে মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না। পাওয়া যাবে না চরণামৃত।