নয়াদিল্লি: ২০২১ এর আইসিএসই এবং আইএসসির প্রি-বোর্ড পরীক্ষা হবে জানুয়ারি মাসে। ১০ জানুয়ারি থেকে লক্ষ্নৌতে প্রথম দফার পরীক্ষা শুরু হবে। দ্বিতীয় দফার পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসে। সূত্রের খবর, ২০২১ এর আইসিএসই এবং আইএসসি পরীক্ষা এপ্রিল মাসে নিতে পারে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। এই অবস্থায় বেসরকারি স্কুলগুলির সংগঠন পরীক্ষা নিয়ে বেশ কিছু প্রস্তাব দেবে বোর্ডকে।
সূত্রের খবর, ২০২১ এর আইসিএসই এবং আইএসসি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঠিক করতে চাইছে বোর্ড। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন চাইছে আগামী বছর মার্চ মাসে পরীক্ষা নিতে চাইছে। বোর্ডের সম্পাদক ইতিমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছে। তারা জানতে চেয়েছে বিভিন্ন রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট। নির্বাচনের তারিখ জানতে পারলে পরীক্ষা কবে নেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে বোর্ড। বিশেষত পরীক্ষার দিন ঘোষণা হলে সুবিধা হবে পড়ুয়াদের।
উল্লেখ্য, করোনার কোপ পড়েছে শিক্ষা ব্যবস্থাতে। লকডাউন এবং ভাইরাসের সংক্রমণের জেরে মার্চ মাস থেকে বন্ধ শ্রেণিকক্ষের পঠনপাঠন। কেন্দ্র অনুমতি দিলেও এখনও বহু রাজ্য স্কুল খুলতে রাজি নয়। চলছে অনলাইন ক্লাস চলতি বছরই বাতিল হয়ে যায় আইসিএসই এবং আইএসসি-র একাধিক পরীক্ষা। পূর্ববর্তী পরীক্ষার নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। তাতে অবশ্য অনেক পড়ুয়াই সন্তুষ্ট নয়। তাই পড়ুয়াদের স্বার্থে নির্ঘণ্ট প্রকাশ করতে চাইছে বোর্ড।
ICSE, ISC Pre Board Exam 2021 Dates: আইসিএসই এবং আইএসসির প্রি-বোর্ড পরীক্ষার দিন ঘোষণা, ১০ জানুয়ারি শুরু লক্ষ্নৌতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Dec 2020 03:26 PM (IST)
সূত্রের খবর, ২০২১ এর আইসিএসই এবং আইএসসি পরীক্ষা এপ্রিল মাসে নিতে পারে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -