নয়াদিল্লি: এবিপি নেটওয়ার্কের Ideas of Summit-এ এসেছেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী লিজ ট্রাস (Liz Truss)। তাঁর বক্তব্য়ে ভারতের ভূয়সী প্রশংসা করেন তিনি। তিনি বলেন, ভারত মুক্তি, গণতন্ত্রে বিশ্বাস করে। আগামী দিনে ভারত বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ব্রিটেনের কর্পোরেট সেক্টরে লগ্নিকারী হিসেবে ভারত দ্বিতীয় বৃহত্তম। লিজ ট্রাস মনে করেন, এখন বিশ্বমঞ্চে ভারতের আওয়াজ শোনার সময় এসেছে। তিনি বলেন, 'মুক্তি, গণতন্ত্রে বিশ্বাস রাখে, নিজের সংকল্পে বিশ্বাস রাখে এমন দেশ হিসেবে আগামী কয়েক বছরে ভারত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।'  

  


এদিন বক্তব্য রাখতে গিয়ে মুম্বইয়ে প্রথম আসার অভিজ্ঞতার  কথা তুলে ধরেছেন তিনি। লিজ বলেন, 'এই শহরের এনার্জি এবং উৎসাহ আমায় প্রভাবিত করেছিল। এখন তা যেন আরও বেশি।' সামিটে বক্তব্য রাখার সময় ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, 'পশ্চিম ইউরোপে আমরা ভারতে ঈর্ষা করি।'   


লিজ ট্রাসের মতে, মুক্ত পৃথিবী এখন বিপদের সামনে রয়েছে। তাঁর বক্তব্যেও উঠে এসেছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের প্রসঙ্গ। তিনি বলেন, 'আসলে পশ্চিম দুনিয়ায় আমরা সবাই আত্মতুষ্টিতে ছিলাম। যেদিন থেকে ঠান্ডা লড়াই (Cold War) শেষ হয়েছে, আমরা ভেবেছিলাম ইতিহাসের শেষ হল।' রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, 'আমাদের এখান থেকেই শিক্ষা নিতে হবে। স্বাধীনতাকে নিশ্চিত ভাবে নিয়ে নেওয়া ঠিক নয় (Taken For Granted)।'


বক্তব্য রাখার সময় ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার কথা বলেছেন তিনি। তিনি বলেন, 'ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর হওয়া প্রয়োজন। অর্থনৈতিকভাবে কাছাকাছি থেকে কাজ করা প্রয়োজন।' পরিকাঠামো ক্ষেত্রে ভারত যেভাবে কাজ করছে, ব্রিটেনকেও সেভাবেই কাজ করতে হবে বলে জানান তিনি।


লিজ ট্রাস বলেন, 'আমি দেখতে চাই স্বাধীন গণতন্ত্র একসঙ্গে কাজ করছে।' তাইওয়ানের বিরুদ্ধে চিনের পদক্ষেপের জন্য মঞ্চ থেকে চিনের কড়া সমালোচনা করেন তিনি। চিন তাইওয়ানের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, যা সারা বিশ্বের জন্য বিধ্বংসী হতে পারে।' তিনি আরও বলেন, 'আমি মনে করি না ভারত অনুগামী হবে, ভারত নেতৃত্ব দেবে।'


লিজ ট্রাস ব্রিটেনের কনজারভেটিভ পার্টির একজন নেতা। তিনি ব্রিটেনে সবচেয়ে কম সময়ের জন্য প্রধানমন্ত্রী পদে বসেছিলেন, মাত্র ৪৫ দিন স্থায়ী হয়েছিল তাঁর প্রধানমন্ত্রিত্ব।

আরও পড়ুন: CEO অবিনাশ পাণ্ডের হাতে উদ্বোধন Ideas of India Summit-এর