Ideas of India 2025 : মহাকাশ থেকে সুনীতাকে ফেরানোয় দেরির পিছনে ষড়যন্ত্র ? এবিপির সম্মেলনের মঞ্চে যা দাবি করলেন NASA-র বাঙালি বিজ্ঞানী

NASA-ISRO Collaboration: 'Adventures in Space: Our Place in the Universe' শীর্ষক আলোচনায় তিনি বক্তব্য রাখেন।

Continues below advertisement

মুম্বই : এবিপি নেটওয়ার্কের Ideas of India 2025 সম্মেলনে চাঁদের হাট। এদিন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের কথা উঠে এল বিভিন্ন প্রসঙ্গ। মহাকাশে অনুসন্ধান নিয়ে আকর্ষণীয় পর্যবেক্ষণ তুলে ধরলেন NASA-JPL-এর সিনিয়র সায়েন্টিস্ট ও Caltech-এর ভিজিটিং প্রফেসর গৌতম চট্টোপাধ্যায়। 

Continues below advertisement

'Adventures in Space: Our Place in the Universe' শীর্ষক আলোচনায় তিনি বক্তব্য রাখেন। সেই আলোচনায় তিনি মঙ্গল গ্রহে মানব মিশনের চ্যালেঞ্জগুলি নিয়ে আলোকপাত করেন। এর পাশাপাশি মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের প্রত্যাবর্তন ঘিরে যে ষড়যন্ত্র তত্ত্ব উঠেছে তা তিনি খারিজ করে দেন। যুগান্তকারী মহাকাশ প্রকল্পে নাসা-ইসরো পারস্পরিক সহযোগিতার কথাও তুলে ধরেন।

সুনীতা উইলিয়ামসের নিরাপদে প্রত্যাবর্তন : ষড়যন্ত্রের কোনও বিষয় নেই

International Space Station থেকে মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের প্রত্যাবর্তনে দেরি প্রসঙ্গে একাধিক জল্পনা শোনা গেছে সাম্প্রতিক সময়ে। সেক্ষেত্রে যে কোনও রকম ষড়যন্ত্রের তত্ত্ব খারিজ করে দেন ডক্টর চট্টোপাধ্যায়। তিনি বলেন, "এতে NASA-র কোনও ষড়যন্ত্র নেই। মহাকাশযানে প্রযুক্তিগত চ্যালেঞ্জের কারণে দেরি। মহাকাশচারীর নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। আগামী ১৯ মার্চ উনি (সুনীতা উইলিয়ামস) নিরাপদেই ফিরবেন।"

 

Continues below advertisement
Sponsored Links by Taboola