মুম্বই: তিনি বলিউডের 'মিস্টার পারফেরশানিস্ট'। সামনেই মুক্তি পাবে তাঁর নতুন ছবি 'লাল সিং চড্ডা'। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে করিনা কপূরকে। রবিবার এবিপি এবিপি নেটওয়ার্ক আয়োজিত 'আইডিয়াজ অফ ইন্ডিয়া' অনুষ্ঠানে এসে লকডাউনে বলিউড থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, বিভিন্ন বিষয়ে অকপট আড্ডা দিলেন আমির খান।
প্রায় ২ বছর খরা দেখেছে ফিল্ম ইন্ডাস্ট্রি। হলিউড, বলিউড, টলিউড, সব জায়গাতেই দীর্ঘদিন বন্ধ থেকেছে শ্যুটিং। লকডাউন ঠিক কেমন কেটেছে আমির খানের? কীভাবে সময় কাটাতেই এই সুপারস্টার? উত্তরে আমির বলেন, 'আমি আমার পরিবারের কাছে গিয়ে বলেছিলাম। এখন এবং অদূর ভবিষ্যতে আমি কোনও ছবিতে অভিনয় করব না। এখন আমি কেবলমাত্র আমার পরিবারের সঙ্গে সময় কাটাব। শুধু তাই নয়, কোনও ছবির প্রযোজনাতেও আমি হাত দিচ্ছি না। আমার পরিবার অবাক হয়ে গিয়েছিল।'
আরও পড়ুন: হানি সিংহের নতুন ছবি দেখেছেন? চোখ সরাতে পারছে না নেট দুনিয়া
ভবিষ্যতের ভারত নিয়ে নতুন ভাবনা। এক মঞ্চে দেশের সেরা ব্যক্তিত্বরা। এই প্রথমবার এবিপি নেটওয়ার্ক আয়োজন করেছে 'আইডিয়াজ অফ ইন্ডিয়া' সামিট ('Ideas of India' Summit)। ২৫ ও ২৬ তারিখ মুম্বইতে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে হাজির থাকছেন ভারতের বিভিন্ন ক্ষেত্রের তারকারা। নিজ নিজ ক্ষেত্রে যাঁরা নিজের মহিমায় উজ্জ্বল, এবিপি নেটওয়ার্কে বক্তব্য রাখতে হাজির হয়েছেন সেই সমস্ত মানুষেরা।
৭৫ বছরে ভারতের যাত্রা থেকে শুরু করে কী হতে পারে বিভিন্ন ক্ষেত্রের ভবিষ্যৎ, সবই উঠে আসে আলোচনায়। এই আলোচনাসভায় বক্তব্য রাখার জন্য যে সমস্ত বিষয় বেছে নেওয়া হয়েছে তা সমসাময়িক ও সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন ঘটনা বা পরিস্থিতি। এক মঞ্চে দেশের সেরা ব্যক্তিত্বরা। ২ দিনের এবিপি নেটওয়ার্কের আইডিয়াজ অফ ইন্ডিয়া নামাঙ্কিত এই অনুষ্ঠানে থাকছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী কৈলাস সত্যার্থী, শেষ দিনে থাকবেন আমির খান। থাকছেন তাপসী পান্নু, নওয়াজউদ্দিন সিদ্দিকি, পরিচালক কবীর খান, রমেশ সিপ্পি, নাগেশ কুকুনুর-সহ বলিউডের এক ঝাঁক ব্যক্তিত্ব। ঊষা উত্থুপ, পাপনের মতো সঙ্গীত শিল্পীদেরও এই মঞ্চে দেখা যাবে। শিল্পকর্তা নারায়ণমূর্তি, আনিশ শাহ, আনন্দ কুমার ছাড়াও প্রাক্তন ক্রীড়াবিদদের মধ্যে থাকছেন কপিল দেব, লিয়েন্ডার পেজ, অঞ্জু ববি জর্জরা। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ী ও মহারাষ্ট্র সরকারের মন্ত্রী আদিত্য ঠাকরে।