কলকাতা: রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান উইকেটকিপার সঞ্জু স্যামসনকে নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত এই দলের প্রাক্তন ক্যাপ্টেন তথা অস্ট্রেলিয়ার কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন। মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করার পর কে ভারতের আগামী দিনে কিপার হবেন তা নিয়ে যখন জল্পনা চলছে তখনই সঞ্জুর হয়ে কার্যত সওয়াল করলেন ওয়ার্ন। তাঁর মতে ভারতের জাতীয় দলে সঞ্জুরই জায়গা হওয়া উচিত।

শেন ওয়ার্ন বলেছেন, 'সঞ্জু এত ভালো খেলে, কিন্তু জাতীয় দলে কেন সুযোগ পায় না বুঝতে পারি না। সঞ্জু সাদা বলের ক্রিকেটে দারুণ প্লেয়ার। ভারতের জার্সিতে ওর আরও বেশি ম্যাচে সুযোগ পাওয়া উচিত। আগামী দিনে ভারতীয় দলের হয়ে ব্যাটে ঝড় তুলতে পারে। ' প্রসঙ্গত দেশের জার্সিতে সঞ্জু স্যামসন ৪ ম্যাচ খেলেছেন। সাদা বলের ক্রিকেটে নীল জার্সিতে ওডিআই ম্যাচে সুযোগ না পেলেও ৪ টি টি-২০ ম্যাচ খেলেছেন স্যামসন। ৪ ম্যাচে সঞ্জুর সংগ্রহ ৩৫ রান। সর্বোচ্চ সংগ্রহ ১৯ রান। টি-২০ ক্রিকেটের সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫১ ম্যাচ খেলে সঞ্জুর ঝুলিতে ৩৬৪০ রান রয়েছে। সর্বোচ্চ সংগ্রহ ১০২*।

এদিকে আইপিএল ২০২০তে বিধ্বংসী ফর্মে সঞ্জু স্যামসন। চলতি আইপিএলে টানা দুই ম্যাচে ৭০ প্লাস রান হাঁকিয়েছেন রাজস্থানের ক্রিকেটার। প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ৩২ বলে ৭৪ রানের পর রবিবার পাঞ্জাবের বিরুদ্ধে ৪২ বলে ৮৫ রান করেন। দুই ম্যাচেই সঞ্জু ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন। দুই ম্যাচে ১৬টি ছক্কা মেরেছেন সঞ্জু। তাঁর ঘিরে এই আইপিএল ২০২০তে প্রত্যাশা আরও তুঙ্গে। এবার সঞ্জুকে জাতীয় দলে আনার বিষয়টি উস্কে দিলেন রাজস্থানকে আইপিএল ট্রফি দেওয়া প্রাক্তন অধিনায়ক শেন ওয়ার্ন।