কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: স্কুল খোলার আগেই মুচলেকা নিয়ে বিতর্ক। ‘ছাত্র-ছাত্রীদের করোনা হলে, দায়িত্ব স্কুলের নয়’ বলে মুচলেকা দিয়েছে রাজ্যের একাধিক বেসরকারি স্কুল। স্কুলের এই অবস্থান নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে বিতর্ক। একাধিক স্কুলের এই অবস্থান ভাল চোখে দেখছেন না বিশিষ্টজনেরা। যদিও অভিভাবকদের সতর্ক করতে এই মুচলেকা বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
‘ছাত্র-ছাত্রীদের করোনা হলে, দায়িত্ব স্কুলের নয়’। এমনই মুচলেখা দিয়েছে রাজ্যের একাধিক বেসরকারি স্কুল। ‘অমানবিক, দায়বদ্ধতা এড়ানোর চেষ্টা’ বলে মনে করছেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী থেকে কৌশিক সেন। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, “কোথা থেকে করোনা, তা এখনও অজানা।“ করোনা-মুচলেকা বিতর্কে অধ্যক্ষদের বক্তব্য, “অভিভাবকদের সচেতন করতেই মুচলেকা।“
২০২০-র মার্চ থেকে ২০২১-এর ফেব্রুয়ারি। করোনা আবহে, প্রায় ১১ মাস বন্ধ থাকার পর, আগামী ১২ তারিখ থেকে রাজ্যের স্কুলগুলিতে ক্লাস চালু করার ভাবনা সরকারের। তবে, শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হতে পারে। এখনই চালু হচ্ছে না প্রাথমিক বিভাগ।
গত বছরের শুরুতে করোনার থাবা চওড়া হওয়ার সঙ্গে সঙ্গেই, শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। বর্তমানে কোভিড-আক্রান্তের গ্রাফ অনেকটাই নিম্নমুখী। সেই সঙ্গে এসে গেছে করোনার ভ্যাকসিনও। এই পরিস্থিতিতে স্কুল খোলার দাবি জানান অভিভাবকদের একাংশ। এরইমধ্যে জুন মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা ঘোষণা করা হয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গত সপ্তাহে জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার ভাবনা রাজ্যের। নবম থেকে দ্বাদশ পর্যন্ত ক্লাস চালু করার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেছেন, কোভিড বিধি মেনেই চলবে ক্লাস, স্যানিটাইজ করা হচ্ছে।