নয়া দিল্লি: দেশজুড়েই বৃষ্টি-বজ্রপাতের ঘটনা লেগেই রয়েছে। মৌসম ভবনের তরফে বলা হয়েছে বর্ষার আগমনও হবে কিছুদিনের মধ্যে। এরই মধ্যে মর্মান্তিক ঘটনা। রবিবার বজ্রপাতের সময় কানে ফোন ধরে কথা বলার সময়ই বিদ্যুৎস্পৃষ্টহয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ছত্তিশগড়ের ধামতারি জেলায় ফোনে কথা বলার সময় বজ্রপাতে ৩০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। তাকে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার আঘাতের গুরুত্ব বিবেচনা করে চিকিৎসকরা তাকে জেলা হাসপাতালে রেফার করেন। তবে, পথেই তিনি মারা যান।
তার পরিবারের সদস্যদের মতে, শুক্রবার সন্ধ্যায় রোহিত কুমার সিনহা তার বাড়ি থেকে বের হয়ে ফোনে কথা বলছিলেন, ঠিক সেই সময় বজ্রপাতের শিকার হন। এর ফলে তার হাতে থাকা মোবাইল ফোনটি বিস্ফোরিত হয় এবং তার মৃত্যু হয়। ভুক্তভোগীর এক আত্মীয় জানিয়েছেন, "তিনি কাজ থেকে বাড়ি ফিরে তার বাড়িতে টয়লেট নির্মাণ কাজ পরিদর্শন করতে বেরিয়েছিলেন, সেই সময় বজ্রপাতের শিকার হন"।
রোহিতের চিকিৎসা করা একজন চিকিৎসক বলেন, 'মোবাইল ফোনটি বজ্রপাতের দিকে আকৃষ্ট হয়েছিল এবং সম্ভবত এটিই বিস্ফোরণের কারণ ছিল, যার ফলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছিল'। ডাক্তারের মতে, মোবাইল ফোনে বিকিরণ এবং চৌম্বকীয় উপাদান থাকে, যা বজ্রপাতকে আকর্ষণ করে।
যদিও অনেকেই মনে করেন, খারাপ আবহাওয়ায় ফোন ব্যবহার করলে বজ্রপাতের সম্ভাবনা বেড়ে যায়। তবে, আমরা আপনাকে বলে রাখি যে বজ্রপাতের ঘটনার সাথে স্মার্টফোনের কোনও সম্পর্ক নেই। অনেক সময় ফোনে নেটওয়ার্ক অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আসে, তাই এর সঙ্গে কোনো সংযোগ থাকে না। তখন তারযুক্ত ফোন ব্যবহার করার কথা ছিল না, তাই আগের সময়ে এগুলো বেশ সাধারণ ছিল।
যখনই প্রবল বজ্রপাত হয়, তখন খোলা জায়গায় বের হওয়া এড়িয়ে চলুন এবং কিছু আশ্রয়ের নিচে থাকুন। এছাড়াও জলের জায়গায় যাওয়া এড়িয়ে চলা উচিত। ইলেকট্রনিক আইটেম থেকে দূরে থাকতে বলা হয় কারণ বিদ্যুৎ তারের মাধ্যমে ভ্রমণ করে। এ ছাড়া গাছের নিচে বা পুকুরে যাওয়া এড়িয়ে চলতে হবে।