জেনিভা: করোনার উদ্বেগের আবহে অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা ক্রমেই জোরাল হচ্ছে। এবার ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড (আইএমএফ) বা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার উদ্বেগের সুরে বলল, তাদের ইতিহাসে এমন অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি তারা কখনও হয়নি। আইএমএফ-এর প্রধান ক্রিস্টালিয়া জর্জিয়েভা বলেছেন, আইএমএফ-এর ইতিহাসে আমরা কখনও দেখিনি, বিশ্ব অর্থনীতি এভাবে থমকে গেছে। এরকম সঙ্কট আগে কখনও তৈরি হয়নি। আমরা অর্থনৈতিক মন্দার মধ্যে ঢুকে গেছি। বর্তমান অর্থনৈতিক সঙ্কট ২০০৮-এর চেয়েও ভয়ঙ্কর। এই পরিস্থিতির মোকাবিলায় সবার একজোট হওয়া প্রয়োজন।
করোনার হানার পর থেকে ভারত সহ গোটা বিশ্বের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ছাঁটাই করে চলেছে বিভিন্ন রেটিং সংস্থা। চলতি সপ্তাহের প্রথম দিকে এসঅ্যান্ডপি ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩.৫% করে দিয়েছে। ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ জানিয়েছে, ভারতের আর্থিক বৃদ্ধির হার কমে ৩.৬% হতে পারে। চলতি অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার কমে ২.৫% হতে পারে বলে জানিয়েছে মুডি’জ। ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস আরও কমিয়ে রেটিং সংস্থা ফিচ জানিয়েছে, তা ২ শতাংশে নেমে যেতে পারে।
এমনটা হলে, তিন দশকে সর্বনিম্ন স্তরে নেমে যেতে পারে ভারতের আর্থিক বৃদ্ধির হার। যার জেরে প্রচুর সংখ্যক চাকরি যাওয়ার আশঙ্কাও করছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ।