গুরুগ্রাম: কোভিড সংক্রমণের (corona infection) ভয়ে টানা তিন বছর নিজেকে বাড়ি-বন্দি (House arrest) করে রেখেছিলেন গুরুগ্রামের (gurugram) এক মহিলা। একা নন, একমাত্র ছেলেকেও (Son Confined) বাড়ি থেকে টানা তিন বছর বেরোতে দেননি। হালে মহিলার স্বামী পুলিশকে গোটা বিষয়টি জানালে তারাই এসে 'উদ্ধার' করে। গোটা ঘটনা স্তম্ভিত আশপাশের মানুষজন।


কী জানা গেল?
গুরুগ্রামের ছক্করপুর এলাকার বাসিন্দা সুজন মাঝি নামে এক বেসরকারি ইঞ্জিনিয়ারের পরিবারের সঙ্গে ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, তিনি নিজেই পুলিশের সাহায্য চেয়েছিলেন। খবর যায় শিশুকল্যাণ দফতরেও। গত মঙ্গলবার পুলিশকর্মী ও শিশুকল্যাণ দফতরের আধিকারিক, সকলে মিলে বাড়ির দরজা খুলে মা ও ছেলেকে উদ্ধার করে। ঘরের ভিতর গুচ্ছ গুচ্ছ পোশাক, কাটা চুল, আবর্জনা ও কাচা আনাজ যত্রতত্র ছড়িয়ে ছিটিয়েছিল বলে দাবি পুলিশের। সংবাদমাধ্যম সূত্রে খবর, সুজনের স্ত্রী, মুনমুন মাঝি নিজের ও ছেলের চুল বাড়িতেই কেটে ফেলেছিলেন। সেই চুল-সহ বাকি আবর্জনা কিছুই গত তিন বছর ধরে ফেলা হয়নি। গ্যাস শেষে হয়ে গেলে আবার আনতে হবে, এই জন্য ইনডাকশন আভেনে রান্নাবান্না করছিলেন মুনমুন। আশ্চর্যের বিষয় হল, মহিলার পাশাপাশি তাঁর ১০ বছরের ছেলেও টানা তিন বছর সূর্যের আলো দেখেনি। দিনভর সে শুধু বাড়ির দেওয়ালে ছবি আঁকত, লেখাপড়া চলত পেনসিলে। তাৎপর্যপূর্ণভাবে, পড়শিরা কেউ জানতেনই না যে তাঁদের পাশের বাড়িতেই দিনের পর দিন নিজেকে আটকে রেখেছে একটি পরিবার। পুলিশ সূত্রে খবর, মুনমুন মনে করতেন, বাইরে বেরোলেই তার ছেলে সংক্রমিত হয়ে পড়বে। তাই বলে টানা তিন বছর বাড়ি থেকে বেরনো বন্ধ?

কী ভাবে চলত?
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গত তিন বছর স্বামীকেও বাড়িতে ঢুকতে দেননি মুনমুন মাঝি। কেন? ২০২০ সালে লকডাউনের কড়াকড়ি প্রথম বার শিথিল হওয়ার পর সুজন অফিসে গিয়েছিলেন। তার পর থেকে তাঁকে আর বাড়িতে ঢুকতে দেননি স্ত্রী। পরিবারের সঙ্গে যোগাযোগের মাধ্যম বলতে ভিডিও কল। বাইরে থেকেই বাড়িভাড়া, বিদ্যুতের বিল, ছেলের স্কুলের বিল সব মেটাতেন সুজন। এমনকি মাসকাবারি কাচা বাজার ও শাকসব্জিও কিনে দিতেন। তবে তাঁকে ভিতরে ঢুকতে দিতেন না মুনমুন। বাজারের থলি দরজার বাইরে রেখে চলে যেতেন বেসরকারি সংস্থায় কর্মরত ওই ইঞ্জিনিয়ার। কিন্তু টানা তিন বছর ধরে এমন চলার পর সম্ভবত ধৈর্য হারিয়েছিলেন সুজন। তার পরই পুলিশের সাহায্য চান। মা-ছেলেকে উদ্ধার করে সিভিল হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ।


আরও পড়ুন:আজ থেকে শুরু মাধ্য়মিক পরীক্ষা, থাকছে একাধিক কন্ট্রোল রুম