রাঁচি (ঝাড়খন্ড):সম্প্রতি সারা দেশে আলোড়ন ফেলা ধর্ষণ, নারী নিগ্রহের ঘটনাগুলি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঝাড়খন্ডের বিধানসভা ভোট প্রচারে নিশানা করলেন রাহুল গাঁধী। মোদী কেন ‘নীরব’, প্রশ্ন তুললেন তিনি। এখানে সোমবার এক জনসভায় তিনি বলেন, নতুন ভারত তৈরি করেছেন আপনারা? প্রতিদিন নারী ধর্ষণ চলছে। উত্তরপ্রদেশে বিধায়ক এক মহিলাকে ধর্ষণ করেছেন। নরেন্দ্র মোদী একটি শব্দও মুখে আনেননি।
কংগ্রেস ক্ষমতায় এলে ঝাড়খন্ডে কৃষকদের ঋণ মকুব করবে বলে ঘোষণা করেন প্রাক্তন দলীয় সভাপতি। বলেন, আমরা ওদের ধান বাবদ ২৫০০ টাকা দেব।ওদের জমিও সুরক্ষিত থাকবে। ঝাড়খন্ডে কংগ্রেস সরকার গড়লে অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের (ওবিসি) জন্য ২৭ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতিও দেন রাহুল।
৮১ সদস্যের ঝাড়খন্ড বিধানসভায় ৩০ নভেম্বর থেকে ৫ দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে। শেষ দফার ভোট ২০ ডিসেম্বর। ২৩ ডিসেম্বর ভোটগণনা।
একাধিক ধর্ষণ, কেন ‘নীরব’ প্রধানমন্ত্রী, ঝাড়খন্ডে তোপ রাহুলের
Web Desk, ABP Ananda
Updated at:
09 Dec 2019 05:43 PM (IST)
কংগ্রেস ক্ষমতায় এলে ঝাড়খন্ডে কৃষকদের ঋণ মকুব করবে বলে ঘোষণা করেন প্রাক্তন দলীয় সভাপতি। বলেন, আমরা ওদের ধান বাবদ ২৫০০ টাকা দেব।ওদের জমিও সুরক্ষিত থাকবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -