লেহ্: কনভয় নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা। লাগদাখে ভরসন্ধেয় নদিতে পড়ে গেল সেনার ট্রাক। এখনও পর্যন্ত ন'জন জওয়ানের মৃত্যুর খবর মিলেছে। যে কনভয়টি নদীতে পড়ে গিয়েছে, তাতে ১০ জন জওয়ান ছিলেন বলে সেনা সূত্রে জানা গিয়েছে। এখনও উদ্ধারকার্য চলছে। আহত হয়েছেন এক জওয়ান।


মোট পাঁচটি গাড়ির ট্রাকের কনভয় এগোচ্ছিল, একটি পড়ে যায় নদীতে


সেনার তরফে জানানো হয়েছে, লেহ্ থেকে ১৫০ কিলোমিটার দূরের কিয়ারিতে এই দুর্ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে দুর্ঘটনা ঘটে। মোট পাঁচটি গাড়ির ট্রাকের কনভয় এগোচ্ছিল। সেই সময়ই রাস্তায় একটি ট্রাকের চাকা পিছলে যায়। সোজা নদীতে গিয়ে পড়ে। তাতে এখনও পর্যন্ত ন'জন জওয়ানের মৃত্যুর খবর মিলেছে।



সেনা সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে লেহ্ থেকে নিয়োমার উদ্দেশে রওনা দেয় সেনার কনভয়। কিয়ারি থেকে সাত কিলোমিটার দূরে থাকাকালীন দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ন'জন জওয়ানের। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় এক জওয়ানকে। এখনও উদ্ধারকার্য চলছে। আহত জওয়ানকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


দুর্ঘটনার খবর জানেত পেরে সোশ্য়াল মিডিয়ায় শোকজ্ঞাপন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি লেখেন, 'লাদাখে, লেহ্-র কাছে সেনাকর্মীদের মৃত্যুর খবরে অত্যন্ত ব্য়থিত। দেশের প্রতি ওঁদের দৃষ্টান্তমূলক আত্মবিসর্জন কখনও ভুলব না আমরা। শোকগ্রস্ত পরিবারগুলিকে সমবেদনা জানাই। আহতদের হাসপাতেল নিয়ে যাওয়া হয়েছে। সকলের দ্রুত আরোগ্য কামনা করি'।


প্রথমে আহত জওয়ানকে সেনা শিবিরে আনা হয়, সেখান থেকে পাঠানো হয় হাসপাতালে


সেনা সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় আট জওয়ান মারা গিয়েছেন। মৃত্যু হয়েছে একজন জুনিয়র কমিশন্ড অফিসারের। দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি দল। প্রথমে আহত জওয়ানকে সেনা শিবিরে আনা হয়। সেখানে থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। মৃত ন'জনের মধ্যে একজনের শরীরে প্রাণ ছিল তখনও। উদ্ধার হওয়ার পর মারা যান তিনি।