নয়া দিল্লি: তেল ও তরল গ্যাস পরিবহনে বিশ্বের গুরুত্বপূর্ণ নৌ-পথগুলোর মধ্যে অন্যতম লোহিত সাগর (Red Sea)। এ ছাড়া প্রচুর পরিমাণে ভোগ্যপণ্যও পরিবাহিত হয় এই পথে। এবার ভারতীয় পতাকা লাগানো তেলের ট্যাঙ্কারে (Oil Tanker) হামলার অভিযোগ উঠেছে। 


বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনায় ইরান গভীরভাবে জড়িত বলে অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউস এক বিবৃতিতে এ দাবি করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে ইরান। ভারতের পতাকা লাগানো এম/ভি সাইবাবাতে ড্রোন আক্রমণ হলেও আহত হওয়ার কোনও খবর নেই এখনও পর্যন্ত। সূত্রের খবর রাত ১০টার সময়, দুটি জাহাজ দক্ষিণ লোহিত সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি জাহাজকে জানিয়েছিল যে তারা আক্রমণের শিকার হয়েছে।                                                         


আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বিবৃতিতে বলেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনায় ইরানের জড়িত থাকার তথ্য রয়েছে। ইরানের মদত থাকতে পারে এই ঘটনায়। 


এর আগে গত ২০ নভেম্বর লোহিত সাগরে একটি ইসরায়েলি পণ্যবাহী জাহাজ আটক করা হয়েছিল। 


এদিকে, লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হামলা এরই মধ্যে বিশ্ব বাণিজ্যকে প্রভাবিত করেছে। ১২টি বড় কোম্পানি ও জ্বালানি তেল পরিবহনকারী সংস্থা লোহিত সাগর দিয়ে তাদের পরিষেবা বন্ধ রেখেছে। এ কোম্পানিগুলো বিশ্বব্যাপী বাণিজ্যের প্রায় ৬০ শতাংশ প্রতিনিধিত্ব করে। ফলে পণ্য ও জ্বালানি তেল সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। 


আরও পড়ুন, জেদ-ইচ্ছাশক্তিতে বয়সকে বুড়ো আঙুল, ৪৪-এ স্নাতকোত্তর হয়ে বিথীকা বললেন 'স্বপ্নপূরণ করছি'


অন্যদিকে, ভারত মহাসাগরে জাহাজের উপর ড্রোন হামলা হয়েছে বলে খবর। একটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে খবর। উপকূলরক্ষী সংস্থাকে উদ্ধৃত করে দাবি ড্রোন হামলার বিষয়টি সামনে এনেছে সংবাদ সংস্থা এএফপি। এই হামলায় একটি বাণিজ্য জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ২৩ ডিসেম্বর জাহাজটিতে ড্রোন হামলা চালানো হয় বলে জানা গিয়েছে। হামলায় কেউ মারা না গেলেও, জাহাজটির সঙ্গে ইজরায়েল সংযোগ মিলেছে।                           


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে