পুরুলিয়া: ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। একইসঙ্গে অন্য একটি ভাইকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল জেঠতুতো দাদার বিরুদ্ধে। মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার টামনা থানা এলাকায় রামপুর গ্রামে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান পুরনো বিবাদের জেরেই এই ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত।
পুলিস সূত্রে খবর, মৃত যুবকের নাম শান্তিরাম গড়াই (২৬)। 


পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া সম্মেলনি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃতের ছোট ভাই ঘনশ‍্যাম গরাঁই (২২)। তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। মৃত ওই ব্যক্তির মা কৌশল্যা গড়াইয়ের অভিযোগ, মাঝরাতে জেঠতুতো ভাই আমার বড় ছেলেকে কুপিয়ে খুন করে। ছোট ছেলে ঘটনা দেখতে পেয়ে থামাতে গেলে, ওর গায়ে কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়ে দেয় সে। কোনও ক্রমে প্রাণে বেঁচে যায় ছোট ছেলে।


ঠিক কী ঘটেছিল? তদন্তে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত ২০২০ সালের জুন মাসে। রামপুর গ্রামে ভাইপো শান্তিরাম মাহাতোর হাতে খুন হয় কাকা রথীন্দ্রনাথ গড়াই। অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে শান্তিরাম মাহাতোকে। সম্প্রতি জামিনে ছাড়া পায় শান্তিরাম। এরপরই সুযোগ বুঝে বাবার মৃত্যুর বদলা নিতে উদ্ধত হয় মৃত রথীন্দ্রনাথ গরাইয়ের ছেলে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে টামনা থানার পুলিশ।