লখনউ: তাপপ্রবাহের জেরে মৃত্যু মিছিল উত্তরপ্রদেশে। ৫৪ জন প্রাণ হারিয়েছেন ইতিমধ্যেই। অসুস্থ হয়ে হাসপাতালে ৪০০-র বেশি মানুষ। সেই আবহেই বড় ধরনের বিপত্তি থেকে একটুর জন্য রক্ষা পেল যোগীরাজ্য (Uttar Pradesh News)। প্রবল গরমে সেখানে রেলের লাইন গলে, বেঁকে গিয়েছে। কারও চোখেও পড়েনি বিষয়টি (Railway Tracks Melt)। বরং ট্রেনের চালকই দেখতে পেয়ে তড়িঘড়ি ট্রেন থামান। তাতেই এড়ানো সম্ভব হয় বিপদ (Indian Railways)।


উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের নিগোহাঁ স্টেশনের ঘটনা। শনিবার সন্ধে ৫টা নাগাদ স্টেশনে ঢুকছিল নীলাঞ্চল এক্সপ্রেস। মেন লাইনের পরিবর্তে লুপ লাইনে ঢোকানো হয় ট্রেনটিকে। কিন্তু ট্রেনের চাকার ছোঁয়া লাগা মাত্রই লোহার রেললাইন চ্যাপ্টা হয়ে, এঁকেবেঁকে যায়। তীব্র গরমে লাইন গলে গিয়েছে বলে বুঝতে পারেন চালক। তৎক্ষণাৎ ব্রেক চাপেন তিনি। তাতেই দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। 


এর পর ওই ট্রেনের চালকই কন্ট্রোল রুমে ফোন করে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের ইঞ্জিনিয়াররা। সঙ্গে সঙ্গে রেললাইন মেরামতের কাজ শুরু হয়। পরে লখনউ জংশনে পৌঁছে বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেন নীলাঞ্চল এক্সপ্রেস। রেলের শীর্ষস্তরীয় আধিকারিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন তিনি। পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।


আরও পড়ুন: Junagadh Violence: মসজিদ ভাঙার নোটিস, তার পরই ভাইরাল ভিডিও, উত্তপ্ত গুজরাতের জুনাগড়, নিহত ১, আটক ১৭৪


শনিবার এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্টেশন মাস্টার দাঁড়িয়ে থেকে পরিস্থিতি নিরীক্ষণ করেন। কিন্তু বিষয়টি আগে কারও নজরে পড়ল না কেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। আপাতত ওই লুপ লাইনটি বন্ধ রাখা হয়েছে। লখনউয়ে রেলের ডিভিশনাল ম্যানেজার সুরেশ সাপরা এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।


তীব্র গরমে রেললাইন গলে গেল কী করে, তা নিয়ে প্রশ্ন উঠলেও বিশেষজ্ঞদের মতে, রেললাইনের রক্ষণাবেক্ষণ হয়নি ঠিক মতো। লোহা দুর্বল হয়ে পড়েছিল। তাতেই তীব্র গরমে গলে গিয়েছে। শনিবার সন্ধেয় মেন লাইনে অন্য একটি ট্রেন দাঁড়িয়ে থাকাতেই নীলাঞ্চল এক্সপ্রেসকে লুপ লাইনে ঢোকানো হয় বলে জানা গিয়েছে।


সম্প্রতি ঘটে যাওয়া ওড়িশার বালেশ্বর ট্রেন দুর্ঘনার রেশ এখনও কাটেনি। সরকারি ভাবে ৩০০-র কাছাকাছি মানুষ প্রাণ হারান তাতে। আহত হন ১ হাজাররে বেশি মানুষ। সেবারও করমণ্ডল এক্সপ্রেসকে লুপ লাইনে ঢোকানো হয় বলে অভিযোগ সামনে আসে।  করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্ত এখনও চলছে। তার মধ্যেি লখনউয়ে রেল লাইন গলে যাওয়ার ঘটনা সামনে এল। চালকের তৎপরতায় বড় ধরনের বিপত্তি এড়ানো সম্ভব হল।