ইম্ফল: মুখ্যমন্ত্রী গ্যালেন্টারি মেডেল ফিরিয়ে দিলেন মণিপুরের সহকারী পুলিশ সুপার থৌনোজাম বৃন্দা। মাদক চক্রের তদন্তে সাফল্যের জন্য এই পুরষ্কার পান তিনি। স্বায়ত্বশাসিত জেলা পরিষদের বিজেপির প্রাক্তন চেয়ারম্যান ও আরও ৬ জনকে গ্রেফতার করেন তিনি।

মণিপুরে মাদকের বিরুদ্ধে যুদ্ধ নামে কর্মসূচি নেয় রাজ্য সরকার। তাতে সাফল্য পান মণিপুরের সহকারী পুলিশ সুপার থৌনোজাম বৃন্দা। তদন্তে গ্রেফতার হয় বিজেপির প্রাক্তন চেয়ারম্যান ও আরও ৬ জন। এই কাজে কৃতিত্বের জন্য ২০১৮ সালের ১৩ অগাস্ট তাঁকে পুরষ্কৃত করে রাজ্য সরকার। তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রী গ্যালেন্টারি মেডেল।

কিন্তু প্রাক্তন চেয়ারম্যান লুখোসেই জৌ ও আরও ৬ জন বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খালাস করে দিয়েছে এনডি অ্যান্ড পিএস আদালত। শুনানিতে আদালত অসন্তোষ প্রকাশ করেছে। এরপরই মেডেল ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন থৌনোজাম বৃন্দা। মুখ্যমন্ত্রী এন বিরেন সিংহকে লেখা চিঠিতে তিনি লিখেছেন, আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, যথেষ্ট প্রমাণ নেই। আদলত সন্তোষজনক নয় বলেও ব্যাখ্যা করেছে।

ওই চিঠিতে তিনি লিখেছেন, বিজেপির প্রাক্তন চেয়ারম্যান ও আরও ৬ জন বিরুদ্ধে মাদক যোগের মামলা ছিল। বিপুল মাদক বাজেয়াপ্ত করা হয়। নীতিগতভাবে মনে করি আমি আমার কর্তব্য পালন করিনি। দেশের ফৌজদারি আইন অনুযায়ী যা করার কথা ছিল তা করিনি। তাই যে সম্মান আমাকে দেওয়া হয়েছিল তার যোগ্য নই আমি। তাই স্বরাষ্ট্র দফতরকে আমি এই সম্মান ফিরিয়ে দিচ্ছি। রাজ্যের প্রতি আনুগত্য দেখিয়ে এবং এনডি অ্যান্ড পিএস আদালতের রায়কে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করি কোনও যোগ্য পুলিশ অফিসার এই পুরষ্কার পাবেন।