নয়াদিল্লি: অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ উইকেটে হেরে গিয়েছে ভারত। ভালো অবস্থাতে থেকেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানই করতে পারে টিম ইন্ডিয়া। এই লজ্জাজনক ব্যাটিং বিপর্যয়ের কারণে বক্সিং ডে টেস্টের আগে চাপের মুখে ভারত। জানা গেছে, সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে চারটি পরিবর্তন কার্যত নিশ্চিত।
শীঘ্রই বিরাট কোহলির প্রথম সন্তান ভূমিষ্ঠ হবে। এ জন্য প্রথম টেস্ট খেলার পরই দেশে ফিরে আসছেন ভারতীয় দলের অধিনায়ক। দ্বিতীয় টেস্টে কোহলির জায়গায় সীমিত ওভারের সিরিজে দুরন্ত ফর্মে থাকা কেএল রাহুলের প্রত্যাবর্তন ঘটতে পারে।
প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় প্যাট কামিন্সের বলে কব্জিতে চোট পেয়েছেন মহম্মদ শামি। কব্জিতে চিড় ধরেছে তাঁর। বোর্ড শীঘ্রই চলতি সিরিজ থেকে তাঁর ছিটকে যাওয়ার ঘোষণা করতে পারে। শামির জায়গায় মহম্মদ সিরাজের টেস্টে অভিষেকের সুযোগ মিলতে পারে।
প্রথম টেস্টে দুটি ইনিংসেই ব্যর্থ ওপেনার পৃথ্বী শ। দুটি ইনিংসেই বোল্ড আউট হয়েছেন তিনি। এজন্য তাঁর টেকনিক নিয়ে প্রশ্ন উঠেছে। সেই পৃথ্বীর জায়গায় বক্সিং ডে টেস্টে অভিষেক ঘটতে পারে তরুণ ব্যাটসম্যান শুভমন গিলের।
অ্যাডিলেড টেস্ট ভারতীয় ব্যাটসম্যানদের রক্ষণাত্মক মনোভাবও দলের পক্ষে ক্ষতিকারক হয়েছে বলে মনে করা হচ্ছে। রক্ষণাত্মক মনোভাবের কারণেই ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চাপ তৈরি করতে পারেননি। এজন্য টিম ম্যানেজমেন্ট উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার পরিবর্তে ঋষভ পন্থকে খেলাতে পারে। গতবারের অস্ট্রেলিয়া সফরে পন্থ দুরন্ত শতরান করেছিলেন।
এছাড়াও রবীন্দ্র জাডেজাকে হনুমা বিহারীর জায়গায় খেলানো হতে পারে। যদিও জাডেজার ফিটনেস নিয়ে টিম ম্যানেজমেন্ট কোনও বিবৃতি দেয়নি।
২৬ ডিসেম্বর থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্ট শুরু হবে। চার ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ১-০ এগিয়ে রয়েছে।
India vs Australia, Boxing Day Test Squad:বক্সিং ডে টেস্টে ভারতীয় দলে হতে পারে চার পরিবর্তন, রাহুল সহ এই খেলোয়াড়রা পেতে পারেন সুযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Dec 2020 01:39 PM (IST)
অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ উইকেটে হেরে গিয়েছে ভারত। ভালো অবস্থাতে থেকেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানই করতে পারে টিম ইন্ডিয়া। এই লজ্জাজনক ব্যাটিং বিপর্যয়ের কারণে বক্সিং ডে টেস্টের আগে চাপের মুখে ভারত।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -