উত্তর ২৪ পরগনা জেলায় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা পরিস্থিতি সামাল দিতে তৎপর জেলা প্রশাসন। বেডের জোগান পর্যাপ্ত রাখতে বাড়ানো হচ্ছে বেড। ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দফতর ১৫০০ নতুন বেডের ব্যবস্থা করেছে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে খুব শীঘ্রই আরও বেড বাড়ানো হবে। ১৫০০ থেকে বাড়িয়ে ১৯০০ বেড হবে বলেই আশ্বাস জেলা প্রশাসনের তরফে।
বারাসত সদর হাসপাতালে ৫০টি বেড ছিল। সেটা বেড়ে এই মুহূর্তে ১০০টি বেড করা হচ্ছে তার পাশাপাশি সদর হাসপাতালে শাড়ি ওয়ার্ডের ৫০টি বেড থেকে আরও ২০টি বেড বাড়িয়ে ৭০টি করা হয়েছে। বারাসত হাসপাতাল সূত্রে খবর, করোনা নয় এমন কোনও মুমূর্ষু রোগীকে বারাসত সদর হাসপাতালে নিয়ে এলে ইমার্জেন্সির স্পেশাল অবজারভেশন ইউনিটে সেই রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে
শুধু তাই নয়, এ ছাড়াও বারাসতের যশোর রোডের ধারে নারায়ণী হাসপাতালে ১০০টি বেডের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে ৭৫টি বেড কোভিড আক্রান্তদের জন্য এবং ২৫টি কোভিড সন্দেহে ভর্তি হওয়া রোগীদের জন্য বরাদ্দ। এ ছাড়া বারাসতের মেগা সিটি নার্সিংহোমকে পুরোপুরি কোভিড হাসপাতাল করা হয়েছে সেখানে ৫০টি শয্যার ব্যবস্থা করা হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্যদফতরের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, উত্তর ২৪ আবারও সর্বাধিক আক্রান্ত। সেখানে প্রায় চার হাজারের দোরগোড়ায় দৈনিক সংক্রমিতের সংখ্যা। একদিনে সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৯৮ জন। মৃত্যু হয়েছে ৩৯ জনের। এরপরেই রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় শহরে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৭৩ জন। মৃত্যু হয়েছে ৩৭ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৯৪ জন।
দেশের ছবিটাও একইরকম ভয়াবহ।
একদিনে মৃত্যুর সংখ্যা আবারও চার হাজার ছাড়াল। বাড়ল দৈনিক সংক্রমণের সংখ্যাও। কোন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৩৩ লক্ষ ৪০ হাজার ৯৩৮।