কলকাতা : আজ ১৫ অগাস্ট। ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে পেট্রাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে মিষ্টি বিনিময় করল বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার। এর পাশাপাশি একে অপরকে অভিবাদন জানান জওয়ানরা। সীমান্তের অন্য আউটপোস্টেও বিএসএফ ও বিজিবি-র জওয়ানদের মধ্যে এই আদান-প্রদান চলে।


এই উপলক্ষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী পরস্পরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ এবং সৌজন্যমূলক সম্পর্ক বিনিময় করেছে। দুই বাহিনীর মধ্যে মিষ্টির আদান -প্রদান হয়। চলে শুভেচ্ছা বিনিময়। যা পারস্পরিক সুসম্পর্কের প্রতিফলন। 


শুভেচ্ছা বিনিময়ের পর বিএসএসফের তরফে বলা হয়েছে, এটি সৌহার্দ্যপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। তা ছাড়া দুই বাহিনীর মধ্যে উৎসব উপলক্ষে মিষ্টি আদান-প্রদানের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে।


এদিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বিএসএফ সতর্কতা এবং কড়া নজরদারি বজায় রেখে চলেছে। স্বাধীনতার ৭৫তম বছর উপলক্ষে 'আজাদি কা অমৃত মহোৎসব' উদযাপন করা হচ্ছে।


আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়া দিল্লির লাল কেল্লা থেকে স্বাধীনতা দিবস উদযাপনের নেতৃত্ব দেবেন। তিনি জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই উপলক্ষে দেশজুড়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


এদিকে সারা বছর যাঁরা দেশের সেবায় বীরত্বের সঙ্গে কর্মরত তাঁদের মধ্যে থেকে বেছে নিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে পুরস্কৃত করা হচ্ছে অনেককে। বীরত্বের জন্য এবার মোট ১ হাজার ৩৮০ পুলিশকর্মীকে পুরস্কৃত করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানান হয়েছে, প্রাপকদের বীরত্বের জন্য রাষ্ট্রপতি পুলিশ মেডেল (PPMG),বীরত্বের পুলিশ মেডেল (PMG), রাষ্ট্রপতির পুলিশ মেডেল ফর ডিস্টিঙ্গুইসড সার্ভিস (PPMDS) এবং পুলিশ মেডেল ফর মেরিটরিয়াস সার্ভিসেস (PMMS)-এর মতো পুরস্কার দেওয়া হবে।


পুরস্কারপ্রাপ্তদের মধ্যে অধিকাংশই  ১ টি PPMG জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)কে দেওয়া হচ্ছে। জম্মু ও কাশ্মীর অঞ্চলে তাঁদের সাহসিকতার জন্য প্রায় ৩৯৮ জন, বাম চরমপন্থী প্রভাবিত এলাকায় তাঁদের বীরত্বপূর্ণ কর্মের জন্য ১৫৫ জন এবং উত্তর-পূর্বে তাঁদের বীরত্বপূর্ণ কর্মের জন্য ২ জনকে সম্মানিত করা হয়েছে।