নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে হামলার ছক কষছে জঙ্গিরা। দিল্লিতে লালকেল্লাই তাদের মূল্য লক্ষ্য। রাজধানীবাসীকে সতর্ক করতে এবার ৬ আল কায়েদা জঙ্গির পোস্টার লাগালো পুলিশ।


লালকেল্লার চত্বরে বিভিন্ন দেওয়ালে লাগানো হয়েছে এই পোস্টার। জঙ্গিদের নামের পাশে তাদের ঠিকানাও দেওয়া রয়েছে ছবিতে। দিল্লিবাসীর কাছে সন্দেহজনক কাউকে দেখলেই পুলিশকে খবর দিতে বলা হয়েছে। পুলিশের দাবি, ছবির 'মোস্ট ওয়ান্টেড' ৬ জঙ্গির সঙ্গে আয় কায়েদার যোগ রয়েছে।দেশে স্বাধীনতা দিবসের আগে নাশকতার ছক কষছে জঙ্গিরা। শুধু দিল্লি নয়, দেশের অন্য জায়গাতেও হামলার চেষ্টা চালাবে জঙ্গিরা। দেশে অশান্তি ছড়িয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে তারা।


গোয়েন্দা সূত্রে খবর, কৃষক আন্দোলনের মধ্যে সামিল হয়ে সন্ত্রাসবাদী হামলা চালাতে পারে জঙ্গিরা। রাজধানীর সুরক্ষায় ইতিমধ্যেই ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। খোদ এই নির্দেশ দিয়েছেন দিল্লির পুলিশ কমিশনার।তবে এই প্রথমবার নয়। প্রতি বছরই স্বাধীনতা দিবসের আগে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় দিল্লি। দেশের রাজধানী হওয়ায় এমনিতেই ভিভিআইপিদের আসা-যাওয়া দিল্লিতে। সেকারণে আলাদা সুরক্ষা বেষ্টনী রয়েছে দিল্লির জন্য।


বর্তমানে দিল্লিতে সন্দেহভাজন কাউকে দেখলেই আটক করছে পুলিশ। পাশাপাশি বিদেশিদের কাছে পাসপোর্ট ছাড়াও প্রামাণ্য নথি না থাকলে সরাসরি থানায় নিয়ে যাওয়া হচ্ছে। দিল্লি পুলিশ জানিয়েছে, কয়েকদিনের মধ্যেই রাজধানীতে 'অ্যান্টি ড্রোন অপারেটিং সিস্টেম' বসে যাবে। ফলে সহজেই ড্রোনের উড়ান বন্ধ করতে পারবে প্রশাসন। সুরক্ষা নিশ্চিত করতে দেওয়ালে ঘেরা চাদনি চকের প্রতিটি বাড়িতে চলবে তল্লাশি। 


ইতিমধ্যেই স্বাধীনতা দিবসের সুরক্ষায় রাজধানীতে অতিরিক্তি ২০০সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এই ক্যামেরা ফুটেজে নজর রাখতে তৈরি হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। এবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিতদের সাত-স্তরীয় নিরাপত্তা অতিক্রম করতে হবে। তবেই লালকেল্লা চত্বরে প্রবেশ করতে পারবেন তাঁরা। কোভিডের সংক্রমণের কথা মাথায় রেখে মাস্কের সঙ্গে সঙ্গে ফেস শিল্ডও পরতে হবে আমন্ত্রিতদের। তবে লালকেল্লা চত্বরে প্রবেশের আগে এই মাস্ক খুলতে হবে আমন্ত্রিতকে। সেখানে একটি নির্দিষ্ট ঘরে ফেস স্ক্যানিংয়ের পরই স্বাধীনতা দিবসের 
অনুষ্ঠানে অংশ নিতে পারবেন অতিথিরা।