নয়া দিল্লি: স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে পালিত হচ্ছে আজাদি কি অমৃত মহোত্সব। ত্রিবর্ণরঞ্জিত পতাকায় সেজে উঠেছে গোটা দেশ। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লি-সহ বেশ কয়েকটি জায়গায় আঁটোসাঁটো নিরাপত্তাও রয়েছে। এদিন রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপনের পর লালকেল্লায় পৌঁছন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। লালকেল্লায় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর সকাল সাড়ে ৭টায় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশীয় কামান থেকে ২১ বার তোপধ্বনি করা হয়। এরপর লালকেল্লা থেকে জনগণের উদ্দেশে ভাষণ দেন নরেন্দ্র মোদি।


এ নজরে মোদি-কথা



  • বিশ্বের প্রতি কোণে তেরঙ্গা গর্বের সঙ্গে উড়ছে

  • নতুন সংকল্প, উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে

  • স্বাধীনতার লড়াই সংঘর্ষের মধ্যে দিয়ে গেছে

  • যাঁরা আত্মবলিদান করেছেন, তাঁদের স্বপ্ন পূরণের সময় এসেছে

  • মহাত্মা গাঁধী, নেতাজি থেকে সাভারকর, প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ

  • নেহরু থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আজ প্রণাম করার দিন

  • বীরসা মুণ্ডা, সিধো কানহুর আন্দোলনও ভোলার নয়

  • গত একবছর ধরে আজাদির অমৃত মহোৎসব পালন করা হয়েছে

  • গত ৭৫ বছরের যাত্রা অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে

  • কিন্তু এতকিছুর মধ্যেও ভারত এগিয়ে চলেছে

  • ভারতের বিবিধতাই ভারতের শক্তি

  • ভারত গণতন্ত্রের জননী

  • ভারত প্রমাণ করে দিয়েছে যে আমাদের কাছে এই অমূল্য ক্ষমতা আছে

  • পুনর্চেতনা, পুনর্জাগরণের সময় এসেছে

  • স্বাধীনতার এত বছর পর গোটা বিশ্ব ভারতকে অন্য চোখে দেখছে

  • গোটা পৃথিবী এখন ভারতকে অন্য নজরে দেখে

  • ভারতের কাছে গোটা বিশ্বের এখন অনেক আশা

  • রাজনৈতিক স্থিরতার কতটা শক্তি দেশ আজ দেখিয়ে দিয়েছে

  • দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেশকে উন্নয়নের পথে নিয়ে চলেছে

  • আগামী ২৫ বছর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

  • আগামী ২৫ বছরে ৫ পরিকল্পনা আমাদের সংকল্পকে পূরণ করতে হবে


আরও পড়ুন, আজ স্বাধীনতার ৭৫ বছর পূর্তি, দেশবাসীকে শুভেচ্ছাবার্তা মোদির


অন্যদিকে, দেশের বিভিন্ন জায়গায় স্বাধীনতা দিবস উদ্‍যাপন করছেন ITBP জওয়ানরা। সিকিমে ১৮ হাজার ৮০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন করেন তাঁরা। উত্তরাখণ্ডে সাড়ে ১৭ হাজার ফুট উচ্চতায় ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করা হয়। অরুণাচলের তাওয়াং ও লাদাখে প্যাংগং লেকের ধারে জাতীয় পতাকা নিয়ে প্রভাতফেরি করেন ITBP জওয়ানরা।