নয়া দিল্লি: মঙ্গলবার ভারতে (India) পালন হতে চলেছে স্বাধীনতা দিবস (Independence Day)। লাল কেল্লায় সেনার তিন বাহিনীর অভিবাদন গ্রহণের পর জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ এরপর লালকেল্লা থেকেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী৷ আর স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা দিল্লি (Delhi) ৷
লাল কেল্লায় ৭৭তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ৫০ জন স্কুল শিক্ষকের একটি দলকে বিশিষ্ট 'বিশেষ অতিথি' হিসেবে আমন্ত্রণ জানিয়েছে শিক্ষা মন্ত্রক। শিক্ষার্থীদের গঠন ও লালনপালনের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অসামান্য উত্সর্গ এবং প্রতিশ্রুতি প্রদর্শনের জন্য শিক্ষকদের দলকে নির্বাচিত করা হয়েছে।
তাঁদের আমন্ত্রণ জানিয়েছে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ। এই সমস্ত শিক্ষাবিদরা সারাদেশের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) এবং কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (কেভিএস) স্কুল থেকে এসেছেন। শিক্ষাবিদরা ইন্ডিয়া গেট, ওয়ার মেমোরিয়াল, প্রধানমন্ত্রী সংগ্রহালয় পরিদর্শন করবেন এবং কার্তব্য পথে সৈন্যদের শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে খবর, এ বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মোট ১৮০০ জন বিশিষ্টকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের মধ্যে স্বাস্থ্য পরিষেবায় নিযুক্ত আধিকারিক, শিক্ষাবিদ থেকে শিক্ষক, সরপঞ্চ, কৃষক, শ্রমিক, মজুর, খাদি কারিগর, নির্মাণকর্মী সমাজসেবীর মতো সাধারণ নাগরিকেরা রয়েছেন।
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে, দেশের জনগণকে ১৩ থেকে ১৫ অগস্ট পর্যন্ত 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি টুইটে লিখেছেন, "ভারতের জাতীয় পতাকা স্বাধীনতা এবং জাতীয় ঐক্যের চেতনার প্রতীক ৷" সেই সঙ্গে, জনগণকে জাতীয় পতাকার সঙ্গে তাদের ছবি 'হর ঘর তিরাঙ্গা' ওয়েবসাইটে আপলোড করার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন, অ্যান্ড্রয়েডে তথ্য চুরি! ইউজারদের জন্য বড় সতর্কতা জারি কেন্দ্রের
এই বছর দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গ্রামের পঞ্চায়েত প্রধান, শিক্ষক, নার্স, কৃষক, জেলে, শ্রমিক যারা নয়াদিল্লিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প তৈরিতে সহায়তা করেছিলেন, খাদি সেক্টরের কর্মীরা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্কুল শিক্ষক, সীমান্ত সড়ক সংস্থা কর্মী এবং যারা দেশের বিভিন্ন প্রান্তে অমৃত সরোবর প্রকল্প এবং হর ঘর জল যোজনা প্রকল্পের জন্য কাজ করেছেন তাদের সপরিবারে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ৷