নয়াদিল্লি : আগামীকাল দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস। দেশজুড়ে চলচ্ছে 'হর ঘর তিরাঙ্গা' ক্যাম্পেন ( 'Har Ghar Tiranga' campaign )। মঙ্গলবারের উদযাপনের আগে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) দেশবাসীকে অনুরোধ করলেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইল ছবিটি (display picture ) তিরঙ্গায় পরিবর্তিত করার জন্য। সেই সঙ্গে মোদিও তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির প্রোফাইল ছবিটিতে নিজের ছবির পরিবর্তে জাতীয় পতাকা ( Indian National Flag ) ছবি রেখেছেন।
নিজের প্রোফাইলের ডিসপ্লে ছবি বদলানোর পর রবিবার প্রধানমন্ত্রী সকলকেই 'হর ঘর তিরাঙ্গা' প্রচারের অংশ হওয়ার আর্জি জানান। সেই সঙ্গে দেশবাসীকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মূল ছবিটি তিরঙ্গায় পরিবর্তন করার অনুরোধ করেন। মোদি নিজেও তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির প্রদর্শনের ছবিও জাতীয় পতাকায় পরিবর্তন করেছেন।
প্রধানমন্ত্রী শুক্রবার ১৩ থেকে ১৫ অগাস্টের মধ্যে 'হর ঘর তিরঙ্গা' ক্যাম্পেনের অংশ হওয়ার জন্য অনুরোধ করেন সকলকে।
"#HarGharTiranga movement ক্যাম্পেনের কথা মনে করে, আসুন আমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির DP পরিবর্তন করি এবং এই অনন্য প্রচেষ্টাকে সমর্থন করি, যা আমাদের প্রিয় দেশ এবং আমাদের মধ্যে বন্ধনকে আরও গভীর করবে"
সেই সঙ্গে প্রধানমন্ত্রী www.harghartiranga.com-এ তিরঙ্গা সহ ছবি আপলোড করার জন্য সকলকে অনুরোধ করেন। প্রধানমন্ত্রীর অনুরোধের সঙ্গে সঙ্গে বহু মানুষই নিজেদের প্রোফাইল ছবি বদলে তিরঙ্গা রেখেছেন।
প্রতি বছরের মতো এবারও এবারও ১৫ অগাস্ট লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বছর দশমবার স্বাধীনতা দিবসে পতাকা তুলবেন মোদি। ভাষণ দেবেন জাতীর উদ্দেশে।সূত্রের খবর রাজধানীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে 'জন ভাগিদারি' উদ্যোগের অংশ হিসাবে উপস্থিত থাকবেন ১৮০০ 'বিশেষ অতিথি'।
সূত্রের খবর, এবছর লাল কেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সমন্বয় সাধন করবে ভারতীয় সেনা। বিবৃতিতে বলা হয়েছে, মেজর নিকিতা নায়ের ও মেজর জসমিন কৌর প্রধানমন্ত্রীকে জাতীয় পতাকা উত্তোলনে সহায়তা করবেন। প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করার সঙ্গে সঙ্গে ভারতীয় বায়ুসেনার Advanced Light Helicopters Mark-III ধ্রুব থেকে পুষ্পবৃষ্টি হবে, তৈরি হবে দেখার মতো একটি মুহূর্ত।
প্রতিবছরের মতো এবছরও স্বাধীনতা দিবসের প্রাক্কালে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী শহরকে। রাতভর চলছে চেকিং। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে অতন্দ্র প্রহরায় রয়েছেন পুলিশকর্মীরা।
আরও পড়ুন :