নয়া দিল্লি: স্বাধীনতা দিবসের ৭৬ তম বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে উৎসবের মেজাজ। লালকেল্লায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজধানী দিল্লিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিবছর ১৫ অগাস্ট দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এ বছরেও আপামর দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।                                   


লালকেল্লার চারপাশে নিরাপত্তায় যেন কোনও ফাঁক না থাকে তার জন্য দশ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে এক হাজার ফেসিয়াল রেকগনিশন ক্য়ামেরা, অ্যান্টি ড্রোন সিস্টেম। গত দুই বছরে যেমন কোভিড বিধি ছিল চলতি বছরে কিন্তু কোনও করোনার বিধি থাকবে না।


স্বাধীনতা দিবসের অনুষ্ঠান লাইভ দেখা যাবে দুরদর্শনের সমস্ত টেলিভিশন চ্যানেল থেকে। এছাড়াও দেখা যাবে ডিডি ওয়েবসাইটে। দিল্লির লালকেল্লার এই অনুষ্ঠান লাইভ দেখা যাবে প্রতিটি নিউজ চ্যানেলে। প্রেস ইফরমেশন ব্যুরোর ইউটিউভ চ্যানেল, এক্স (টুইটার), প্রধানমন্ত্রীর দফতরের ওয়েবসাইট এবং ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের ওয়েবসাইটে। 


সকাল ৭টায় লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রেস ইনফেরমেশন ব্যুরোর তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৬টা বেজে ১৫ মিনিট থেকে শুরু হবে স্বাধীনতা দিবসের লাইভ অনুষ্ঠান। সমস্ত প্ল্যাটফর্মে লাইভ সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। 


আরও পড়ুন, স্বাধীনতা দিবসে লালকেল্লায় আমন্ত্রিত দেশের ৫০ জন শিক্ষক, থাকছেন গৃহবধূ-কৃষকরাও


লাল কেল্লায় ৭৭তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ৫০ জন স্কুল শিক্ষকের একটি দলকে বিশিষ্ট 'বিশেষ অতিথি' হিসেবে আমন্ত্রণ জানিয়েছে শিক্ষা মন্ত্রক। শিক্ষার্থীদের গঠন ও লালনপালনের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অসামান্য উত্সর্গ এবং প্রতিশ্রুতি প্রদর্শনের জন্য শিক্ষকদের দলকে নির্বাচিত করা হয়েছে।


তাঁদের আমন্ত্রণ জানিয়েছে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ। এই সমস্ত শিক্ষাবিদরা সারাদেশের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) এবং কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (কেভিএস) স্কুল থেকে এসেছেন। শিক্ষাবিদরা ইন্ডিয়া গেট, ওয়ার মেমোরিয়াল, প্রধানমন্ত্রী সংগ্রহালয় পরিদর্শন করবেন এবং কার্তব্য পথে সৈন্যদের শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে খবর, এ বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মোট ১৮০০ জন বিশিষ্টকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের মধ্যে স্বাস্থ্য পরিষেবায় নিযুক্ত আধিকারিক, শিক্ষাবিদ থেকে শিক্ষক, সরপঞ্চ, কৃষক, শ্রমিক, মজুর, খাদি কারিগর, নির্মাণকর্মী সমাজসেবীর মতো সাধারণ নাগরিকেরা রয়েছেন।