কলকাতা: বৃহস্পতিবার, ১৫ অগাস্ট, ৭৮তম স্বাধীনতা দিবস (Independence Day 2024) উদযাপন করবে ভারত। আগেরদিন থেকেই দেশজুড়ে চলেছে স্বাধীনতা উদযাপনের প্রস্তুতি। আজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) নয়াদিল্লির লাল কেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণ দেবেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটিই হবে তাঁর প্রথম স্বাধীনতা দিবসের ভাষণ ।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির লাল কেল্লা (Delhi Red Fort) থেকে জাতীয় পতাকা উত্তোলন করার পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। লাল কেল্লায় আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেবেন সারা দেশের যুব, আদিবাসী সম্প্রদায়, কৃষক ও মহিলারা। সূত্রের খবর, এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রায় ৬ হাজার অতিথিকে।


কাদের আমন্ত্রণ করা হয়েছে?
এই বছর স্বাধীনতা দিবসের থিম ছিল 'বিকাশিত ভারত @ ২০৪৭'। অটল ইনোভেশন মিশন এবং PM SHRI (প্রাইম মিনিস্টার স্কুল ফর রাইজিং ইন্ডিয়া) প্রকল্প থেকে উপকৃত পড়ুয়ারা এবং  'মেরি মাটি মেরা দেশ' -  এর অধীনে মেরা যুব ভারত (MY Bharat) এবং জাতীয় পরিষেবা প্রকল্পের স্বেচ্ছাসেবকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ঐতিহ্যবাহী পোশাক পরিহিত বিভিন্ন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় ২০০০ জনকে এই জমকালো অনুষ্ঠানের সাক্ষী হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। MyGov এবং অল ইন্ডিয়া রেডিওর সহযোগিতায় প্রতিরক্ষা মন্ত্রক আয়োজিত বিভিন্ন অনলাইন প্রতিযোগিতার তিন হাজার বিজয়ীরাও এই অনুষ্ঠানের অংশ হবেন। 


প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের সাথে বৈঠক:
প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া ১১৭ জন ক্রীড়াবিদদের  মধ্যে ১১৫ জন ক্রীড়াবিদের স্বাধীনতা দিবসে লাল কেল্লায় উপস্থিত থাকার কথা। এই উদযাপন উপলক্ষে নীরজ চোপড়া উপস্থিত থাকবেন না। অস্ত্রোপচারের জন্য জার্মানিতে গেছেন নীরজ চোপড়া । দুপুর ১টার দিকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের পর সমস্ত ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী মোদি।


লাল কেল্লায় প্রধানমন্ত্রী মোদীর পতাকা উত্তোলনের সম্পূর্ণ সময়সূচি:


6.20 am - সমস্ত NCC ক্যাডেট তাদের অবস্থান নেবে।
6.56 am- প্রতিরক্ষা সচিব আসবেন
6.57 am - বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী আসবেন
6.58 am- অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠি আসবেন
7.00 am – ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান আসবেন
7.08 am- কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ আসবেন
7.09 am- প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ পৌঁছবেন
7.06 am- প্রধানমন্ত্রী রাজঘাটে পৌঁছে মহাত্মা গাঁধীর স্মৃতিতে সম্মান জানাবেন
7.17 am - প্রধানমন্ত্রী লাল কেল্লায় পৌঁছবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ এবং প্রতিরক্ষা সচিব তাঁকে স্বাগত জানাবেন।
7.19 am - প্রধানমন্ত্রী মোদিকে গার্ড অফ অনার দেওয়া হবে 
7.26 am - প্রধানমন্ত্রী লিফটে পৌঁছাবেন যেখানে প্রতিরক্ষা মন্ত্রী, চিফ অফ ডিফেন্স স্টাফ এবং তিন সেনাপ্রধান তাঁর সঙ্গে থাকবেন।
7.30 am- প্রধানমন্ত্রী মোদী পতাকা উত্তোলন করবেন। গান স্যালুট দেওয়া হবে
7.33 am- জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
8.30 am - প্রধানমন্ত্রীর ভাষণের পর জাতীয় সঙ্গীত পরিবেশন হবে


তথ্যসূত্র: এবিপি লাইভ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: রাসবিহারী বসুর এই শিষ্যের এক বোমায় কেঁপে গিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্য, স্মৃতিচারণায় বসন্ত বিশ্বাসের মন্ত্রী-ভাইপো