নয়াদিল্লি: আজ ৭৯ তম স্বাধীনতা দিবস, লালকেল্লায় গিয়ে পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী।  দেশকে আত্মনির্ভর হওয়ার কাজে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন নরেন্দ্র মোদি। 'ভারত সমুদ্রমন্থনের পথে এগোচ্ছে' , স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বার্তা প্রধানমন্ত্রীর। 

আরও পড়ুন, 'পরমাণু হামলার হুমকি এবার আর সহ্য করবে না ভারত..', স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর মুখে 'অপারেশন সিঁদুর'

 তিনি বলেন, 'আমরা এখন আত্মনির্ভর হওয়ার পথে কাজ করে চলেছি। দেশকে বিকশিত ভারত প্রস্তুত করার জন্য, আমরা এবার সমুদ্রমন্থনের পথে এগোচ্ছি। আমাদের সমুদ্রের মন্থনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সমুদ্রের ভিতরের তেলের ভান্ডার, গ্যাসের ভান্ডার, অনুসন্ধানের মিশন চালু করতে চলেছি। আর এই জন্য ভারত, ন্যাশনাল ডিপ ওয়াটার, এক্সপ্লোরেশন মিশন, শুরু করতে চলেছে। আত্মনির্ভর হওয়ার জন্য এটা অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণা। আমার প্রিয় দেশবাসী, আজ গোটা বিশ্ব, ক্রিটিক্যাল মিনারেলকে নিয়ে খুবই সতর্ক হয়ে গিয়েছে।...গতকাল অবধিও যাতে কারও নজর ছিল না, আজ উৎসাহী হয়ে পড়েছে।' 

প্রধানমন্ত্রী আরও বলেন,  'শক্তিক্ষেত্রে অনেক দেশের ওপর নির্ভরশীল। লক্ষ কোটি টাকা খরচ করে আনতে হয়। এই সঙ্কট থেকেও দেশকে বের করে আনতে হবে। ১১ বছরে সোলার এনার্জি ৩০ গুণ বেড়েছে। আমরা নতুন নতুন বাঁধ বানাচ্ছি, যাতে ক্লিন এনার্জি পাওয়া যায়। হাইড্রোপাওয়ারে উদ্যোগ। নিউক্লিয়ার এনার্জিতে মনোনিবেশ করছে ভারত। ১০টি নিউক্লিয়ার রিয়্যাক্টর কাজ করছে। পরমাণু শক্তি। সংস্কার নিরন্তর প্রক্রিয়া। পরমাণু শক্তিক্ষেত্রে বড় বদল আসতে চলেছে। পরমাণু শক্তিক্ষেত্রের জন্য প্রাইভেটের দরজা খুলে দেওয়া হয়েছে।'

মোদি বলেন, 'গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কাজ করা সবাইকে দেশের তরফে জানাতে চাই, ৫০ শতাংশ ক্লিন এনার্জির কাজ ২০২৫-এর মধ্যে। টার্গেট ছিল ২০৩০ এর মধ্যে। ৫ বছর আগেই শেষ। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা স্পেস স্টেশন থেকে ফিরেছেন। তিনি ভারতেও আসবেন। ভারত নিজের উদ্যোগে গগনযান তৈরি করছে। ভারত নিজের স্পেস স্টেশন তৈরির চেষ্টা চালাচ্ছে। ৩০০ স্টার্টআপ স্পেস সেক্টরে কাজ করছে। '

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)