নয়াদিল্লি : স্বাধীনতা দিবস উদযাপনের মঞ্চ। লালকেল্লায় জাতীয় পতাকা তুলে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ। সেখানে দেশের প্রগতি, উন্নতি থেকে আগামীর ভাবনা যেমন উঠে এল, তেমনই এল তীব্র রাজনৈতিক খোঁচাও ! আগামী বছর দেশে লোকসভা নির্বাচন (LokSabha Election 2024)। যার আগে শেষ তথা ৭৭ তম স্বাধীনতা দিবসের মঞ্চে আজাদির অমৃতকালের (Azadi ka Amritkal) সূচনা করার পাশাপাশি নাম না করে কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলিকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


দুর্নীতির রাক্ষস দেশকে লুটে খেয়েছিল, লালকেল্লা থেকে নাম না করে কংগ্রেস সরকারকে তির নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi)। 'দেশের সর্বনাশ করেছে পরিবারবাদ আর তোষণের রাজনীতি। এসব রাষ্ট্রের চরিত্রের পক্ষে কলঙ্কজনক। দেশের গণতন্ত্রে বিকৃতি এনেছে পরিবারবাদী, ভাইপোবাদী দলগুলি' বার্তা প্রধানমন্ত্রীর। সঙ্গে তাঁর নেতৃত্বে বিজেপির শাসনকালে দেশের পরিবর্তনের কথা উল্লেখ করতে গিয়ে মোদির বার্তা, '২০১৪-য় এমন সরকার আপনারা গড়েছিলেন, যার ভিত্তিতে মোদি সংস্কার করতে পেরেছে। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, এখন ভারতের মূল মন্ত্র'।


ঘণ্টা দেড়েক দীর্ঘ বক্তব্যের মাঝে মণিপুর ইস্যু (Manipur Issue) নিয়ে মুখ খোলা থেকে কেন্দ্রের বিভিন্ন স্কিম নিয়ে কথা, একাধিক প্রসঙ্গ উঠে এসেছে প্রধানমন্ত্রী বক্তব্যে। মণিপুরে হিংসার কথা যেমন মেনে নিয়ে গোটা দেশের পাশে থাকার বার্তা তিনি দিয়েছেন, তেমনই দেশের নিম্নবর্গের মানুষদের জন্য বিশ্বকর্মা যোজনা (Viswakarma Yojana) শুরু, লাখপতি দিদি থেকে জন ঔষধি দোকানের পরিধি দেশে বাড়ানোর বার্তাও দিয়েছেন নরেন্দ্র মোদি। সঙ্গে মহিলাদেরও আরও স্বনির্ভর করতে ড্রোন ওড়ানো-সারানোর প্রশিক্ষণ চালুর ভাবনার কথাও জানিয়েছেন তিনি।


আগামী দিনে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহৎ ইকোনমি তৈরি থেকে তাঁর সরকারের সময়ের আগেই নতুন সংসদ ভবন (Parliament House) তৈরি। দেশের সীমান্ত এখন আগের থেকে বেশি সুরক্ষিত থাকার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের প্রাক্কালে নরেন্দ্র মোদির বার্তা, এই সরকার কাজের সরকার। প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের দিনে বলেছেন, প্রত্যেক দেশবাসী স্বাধীনতার স্বপ্ন বুকে লালন করেছেন। অমৃতকালের প্রথম বছরে এমন কিছু করব, যা আগামী ১ হাজার বছর প্রভাব রাখবে। দেশে ৩০ বছর বয়সীদের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। আমাদের পথ কেউ রুখতে পারবে না। আমরাও কোনওরকম দ্বিধায় ভুগব না'।


আরও পড়ুন- 'মণিপুরে মা-বেটিদের উপর অত্যাচার হয়েছে', লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে মানলেন প্রধানমন্ত্রী