নয়াদিল্লি: গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ চলাকালীন উত্তাল হয়েছিল লোকসভা। বুধবার মোদির ভাষণ চলাকালীন উত্তাল হল রাজ্যসভা। এদিন রাজ্যসভায় আগাগোড়া বিরোধীদের আক্রমণ করে যান মোদি। লোকসভা নির্বাচনে দেশবাসী NDA-কে জিতিয়েছে, কিন্তু বিরোধীরা সেই জয়কে ব্ল্যাকআউট করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। এমন পরিস্থিতিতে I.N.D.I.A জোটের সাংসদরা রাজ্যসভা থেকে ওয়াক আউট করেন। বিরোধীদের দাবি, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গেকে কে কথাই বলতে দেননি স্পিকার জগদীপ ধনকড়। (Rajya Sabha)


রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের পর আজ রাজ্যসভায় ভাষণ দেন মোদি। সেখানে মোদি জানান, দীর্ঘ ৬০ বছর পর দেশের মানুষ একটানা তৃতীয় বার কোনও সরকারকে নির্বাচিত করেছেন। তার পরও ইচ্ছাকৃত ভাবে কিছু মানুষ মানুষের সেই রায়কে ব্ল্যাকআউট করার চেষ্টা করছেন। যদিও শেষ পর্যন্ত তাদেরই পরাজয় হচ্ছে। বিরোধীদের অ্যাজেন্ডাকেই এই নির্বাচিত পরাজিত করেছেন দেশবাসী। (Opposition Walkout)


মোদির এই ভাষণ চলাকালীনই বিরোধীদের তরফে লাগাতার স্লোগান চলতে থাকে। 'বিরোধী দলনেতাকে বলতে দেওয়া হোক' বলে স্লোগান তুলতে থাকেন তাঁরা। এর পরই বিরোধীদের রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন। বিরোধীদের বেরিয়ে যেতে দেখে প্রধানমন্ত্রী বলেন, "যাঁরা মিথ্যে ছড়ান, তাঁদের যে সত্য শোনার ক্ষমতা নেই, তা গোটা দেশ দেখছে। রাজ্যসভার অপমান করছেন এঁরা।"


আরও পড়ুন: Parliament Session 2024 Live: মোদির ভাষণ চলাকালীন রাজ্যসভায় ওয়েলে নেমে বিরোধীদের তুমুল বিক্ষোভ


ওয়াকআউট করায় বিরোধীদের তীব্র সমালোচনা করেন রাজ্যসভার স্পিকার জগদীপ ধনকড়ও। তিনি বলেন, "কোনও রকম বাধা-বিঘ্ন ছাড়া বিরোধী দলনেতাকে বলতে দিয়েছিলাম। কিন্তু উনি শুধু আমার বা আপনার থেকে নয়, সংবিধানের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। উনি সংবিধানের অবমাননা করেছেন। এঁদের এই আচরণের নিন্দা করছি আমি। দেশের মানুষ দুঃখ পাবেন। কারণ ওঁরা সংবিধানকে চ্যালেঞ্জ করছেন, যে শপথবাক্য পাঠ করেছেন, তার অপমান করছেন। সংবিধান অবমাননায় আমি অত্যন্ত ব্যথিত। সংবিধান হাতে ধরে রাখার কোনও বস্তু নয়, তার উপর ভর করেই বাঁচাই। আশাকরি আত্মসমীক্ষা করবেন ওঁরা।"


একদিন আগেও খড়্গের সঙ্গে জোর বচসা বাঁধে ধনকড়ের। গতকাল রাজ্যসভার ডেপুটি বিরোধী দলনেতা প্রমোদ তিওয়ারির ভাষণের কিছু অংশ বাদ দিতে নির্দেশ দেন ধনকড়। সেই নিয়ে বচসা শুরু হলে, জয়রাম রমেশ জানান, তিওয়ারি নিজের মন্তব্যের সত্যতার প্রমাণ দেবেন। এতে ধনকড় জয়রামের উদ্দেশে বলেন, "আমার মনে হয়, খড়্গের জায়গায় আপনার আসা উচিত। আপনি বুদ্ধিমান, মেধাবী এবং প্রতিভাবান। অবিলম্বে আপনার খড়্গের আসনে বসা উচিত। আপনি ওঁর কাজ করছেন।"


ধনকড়ের এই মন্তব্যে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানান দলিত সম্প্রদায়ের প্রতিনিধি খড়্গে। তিনি বলেন, "এখানে বর্ণপ্রণা আনবেন না। আপনার মনে এখনও বর্ণপ্রথা রয়েছে জানি। তাই জয়রাম রমেশকে বুদ্ধিমান বলছেন, আমাকে নির্বোধ বলছেন। আমি এত নির্বোধ যে আমাকে সরাতে বলছেন।" সনিয়া গাঁধী তাঁকে রাজ্যসভার বিরোধী দলনেতা নির্বাচিত করেছেন, ধনকড় নন, তাও স্মরণ করিয়ে দেন খড়্গে। এর পাল্টা ধনকড় জানান, খড়্গে প্রতিনিয়ত চেয়ারের অপমান করে চলেছেন।