কলকাতা: মধ্যপ্রদেশের (Madhya pradesh) হাজির হয়ে ফের ইন্ডিয়া (I.N.D.I.A) জোটের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রী বলেন, ইন্ডিয়া জোটের সদস্যরা সনাতন ধর্মকে মুছে ফেলতে চায়। স্বামী বিবেকানন্দ, লোকমান্য তিলকরা যে ধর্ম থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন, এবার সেই ধর্মকে মুছে ফেলতে চায় ইন্ডিয়া জোটের সদস্যরা।
সেই কারণে প্রকাশ্যে সনাতন ধর্মকে আক্রমণ করছে ইন্ডিয়া জোট। যার মাত্রা ক্রমাগত বাড়বে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোটা দেশ জুড়ে সনাতন ধর্মের যে মানুষরা রয়েছেন, তাঁরা সতর্ক হন। সনাতন ধর্মকে যাঁরা মুছে ফেলতে চাইছেন, তাঁদের এই মনোভাব যাতে না থাকে, তার ব্যবস্থা করতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
সম্প্রতি ডিএমকে নেতা উদয়ানিধি স্তালিন থেকে শুরু করে এ রাজা, একের পর এক নেতা সনাতন ধর্ম নিয়ে মন্তব্য করায়, তার জেরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করে। 'সনাতন ধর্মকে কুষ্ঠ এবং এইচআইভির মত রোগ, যা সামাজিক ব্যাধি হিসেবেও পরিচিত', তার সঙ্গে তুলনা করেন এ রাজা। যা নিয়ে রাজৈনিতক মহলে জোর তরজা শুরু হয়ে যায়।
‘সনাতন অ্যাবলিশন কনফারেন্সে’ যোগ দিয়েছিলেন উদয়নিধি। সেখানেই তিনি বলেন, “কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে অবলুপ্ত করতে হবে। ‘সনাতন’ শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এটা সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে।”