নয়াদিল্লি: লাদাখের গালোয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের বলিদান ব্যর্থ হবে না বলে স্পষ্ট জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে, আমাদের জওয়ানদের প্রাণ বলিদান বিফলে যাবে না। আমাদের কাছে দেশের ঐক্য, অখন্ডতা, সার্বভৌমত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারত শান্তিকামী কিন্তু উস্কানি, প্ররোচনা দেওয়া হলে মুখের মতো জবাব দেওয়ার ক্ষমতা তার আছে। গত সোমবার রাতের সংঘর্ষে ভারতীয় জওয়ানরা মারতে মারতে মরেছেন বলে মন্তব্য করেন তিনি। বলেন, বীর জওয়ানদের শ্রদ্ধা জানাই। সেদিনের প্রচণ্ড সংঘর্ষে নিহত জওয়ানদের স্মরণে বুধবার ১৫টি রাজ্য়, কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরা, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও দুমিনিট নীরবতা পালন করেন এক ভার্চুয়াল বৈঠকে।
গালোয়ান উপত্যকায় গত এক সপ্তাহ ধরে চিনা সেনারা ভারতীয় ভুখণ্ডে ঢুকে পড়েছে বলে দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে চুপ করে থাকার অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। ২০ জন জওয়ান চিনের হাতে প্রাণ হারানোর পর প্রথম মুখ খুলে আজ চিনকে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গালোয়ানে মাতৃভূমি রক্ষা করতে গিয়ে সাহসী জওয়ানদের মৃত্যুর যন্ত্রণা ভাষায় বলা সম্ভব নয়। ভারতীয় ভূখণ্ডকে নিরাপদ, সুরক্ষিত রাখতে গিয়ে জীবন উত্সর্গ করা আমাদের অমর জওয়ানদের স্যালুট করছে গোটা দেশ। ওঁদের সাহসের মাধ্য়মে দেশের ভূখণ্ডের প্রতি ভারতের দায়বদ্ধতাই প্রতিফলিত হয়েছে। ওঁদের পরিবারবর্গের প্রতি মাথা নত করছি। ভারত চিরকাল ওদের চরম আত্মত্যাগের কাছে ঋণী থাকবে। এই শোকের সময় গোটা দেশ ও মোদি সরকার ওঁদের পাশে থাকবে।
এদিকে অন্তর্বর্তী কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী পূর্ব লাদাখের পরিস্থতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বচ্ছতা দেখানোর ডাক দিয়ে সোমবার রাতে সেখানকার গালোয়ান উপত্যকায় ২০ জন ভারতীয় সেনাকর্মীর মৃত্যু নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন। সনিয়া বলেছেন, কী করে চিনারা ভারতীয় ভূখণ্ড দখল করল, কেন ২০ জন বীর সেনাকে শহিদ হতে হল, দেশবাসীকে বলা উচিত প্রধানমন্ত্রীর। দেশের মানুষের মনে অসন্তোষ ঘনীভূত হচ্ছে।
কতজন ভারতীয় জওয়ান জখম হয়েছেন বা আজও নিখোঁজ, তাও জানতে চেয়েছেন সনিয়া। বলেছেন, কোন কোন এলাকা চিন দখল করেছে? এর মোকাবিলায় সরকারের নীতি কী?
যদিও তাঁর দল সরকারের পাশেই আছ বলে জানিয়ে দেশের জন্য জীবন দেওয়া জওয়ানদের পরিবারবর্গকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। সনিয়া বলেছেন, আমাদের ২০ জওয়ানের বলিদান দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে। হৃদয়ের গভীর থেকে ওঁদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি, ওঁদের পরিবারের লোকজনকে এই শোক, যন্ত্রণা সহ্য করার শক্তি দিতে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।
এদিন কংগ্রেস নেতা রাহুল গাঁধীও জানতে চান, ‘কেন প্রধানমন্ত্রী চিনা হামলা নিয়ে চুপ করে আছেন?’