বেজিং : বেজিংয়ে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বিশেষ প্রতিনিধি প্রক্রিয়া বা স্পেশাল রিপ্রেসেনটেটিভ মেকানিজমের আওতায় হওয়া এই আলোচনায় উঠে এল একাধির বিষয়। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ও চিনের মধ্যে শান্তি রক্ষা এবং পূর্ব লাদাখে দুই দেশের সামরিক টানাপোড়েনের জেরে চার বছরের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে বরফশীতল হয়ে যাওয়া সম্পর্ক স্বাভাবিকীকরণের লক্ষ্যে এই বৈঠকে আলোচনা চলে। আলোচনাপর্বে উভয় দেশ সীমান্ত-সমস্যার সমাধানের জন্য ছয় পয়েন্ট ঐক্যমতে পৌঁছায়। এই পয়েন্টগুলির মধ্যে রয়েছে- তিব্বতের মতো এলাকায় আন্তঃসীমান্ত পর্যটন, আন্তঃসীমান্ত নদী সহযোগিতা এবং নাথুলা সীমান্ত বাণিজ্যের মতো বিষয়।


অজিত ডোভালের নেতৃত্বে ভারতের প্রতিনিধিদল মঙ্গলবারই পৌঁছয় বেজিংয়ে। বিশেষ প্রতিনিধি আলোচনার ২৩ তম রাউন্ডে যোগ দেন প্রতিনিধিরা। যা প্রায় ৫ বছর পর অনুষ্ঠিত হল। এর আগে ২০১৯ সালে নিউ দিল্লিতে হয়েছিল এই পর্বের আলোচনা।


বৈঠকের পর চিনের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়েছে, ৫ বছর পর উভয় দেশের মধ্যে এটাই প্রথম বৈঠক। উভয় দেশের নেতৃত্ব গুরুত্বপূর্ণ বিষয়ে সহমত হয়েছেন। বৈঠকে ছিলেন চিনের বিশেষ প্রতিনিধি এবং সিপিসি সেন্ট্রাল কমিটির মেম্বার অফ দ্য পলিটিক্যাল ব্যুরো তথা সেন্ট্রাল ফরেন অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর ওয়াং ই ও ভারতের বিশেষ প্রতিনিধি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তাঁদের মধ্যে ভারত-চিন সীমান্ত ইস্যু নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ৬টি বিষয়ে তাঁরা সহমত হয়েছেন।


সীমান্ত ইস্যু ছাড়াও, আলোচনায় দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক উদ্বেগের উপর ব্যাপক আলোচনা হয়। উভয় দেশ একটি স্থিতিশীল, অনুমানযোগ্য এবং সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার গুরুত্বের উপর জোর দিয়েছে। 


বুধবার চিনের ভাইস প্রেসিডেন্ট হ্যান জেংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন অজিত ডোভাল। ভাইস প্রেসিডেন্ট ভারত ও চিনের মধ্যে ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক আলোচনা শুরুর উপর জোর দিয়েছেন। এছাড়া স্থিতিশীল উন্নয়নের পথে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধার করার জন্য অর্থনীতি, বাণিজ্য এবং সংস্কৃতির মতো ক্ষেত্রগুলিতে বিনিময় এবং সহযোগিতা বৃদ্ধি করার কথা বলেছেন। বৈঠকে ভাইস প্রেসিডেন্ট হান আরও বলেন, চিন ও ভারত প্রাচীন সভ্যতা এবং উদীয়মান প্রধান শক্তি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।