লন্ডন: ভারত, চিনের চলতি সীমান্ত সংঘাতের মধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আলোচনায় বসার আবেদন করলেন নয়াদিল্লি, বেজিংকে। ব্রিটেন ভারত, চিনের মধ্যে তৈরি হওয়া পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানিয়েছেন তিনি। ব্রিটিশ হাউস অব কমন্স-এ সাপ্তাহিক প্রশ্নপর্বে পূর্ব লাদাখে উত্তেজনা মাথাচাড়া দেওয়াকে খুবই ‘সিরিয়াস, উদ্বেগজনক পরিস্থিতি’ বলেও উল্লেখ করেছেন জনসন। বলেছেন, সম্ভবত সবচেয়ে ভাল যেটা আমি বলতে পারি, সেটা হল, উভয় পক্ষকেই সীমান্ত ইস্যু নিয়ে আলোচনায় সামিল হয়ে নিজেদের মধ্যেই মিটিয়ে ফেলার জন্য উত্সাহ দিচ্ছি।
একদিকে ‘কমনওয়েলথ সদস্য তথা দুনিয়ার সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, আরেকদিকে গণতন্ত্র সম্পর্কে আমাদের ধারণাকে চ্যালেঞ্জ করা একটি দেশ’-এই দুজনের বিরোধ, দ্বন্দ্বের কী তাত্পর্য্য হতে পারে ব্রিটেনের ওপর, তা নিয়ে কনজারভেটিভ পার্টির এমপি ফ্লিক ড্রামন্ডের বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন অভিমত জানান জনসন।
এলাকায় উত্তেজনা প্রশমনে ভারতের সঙ্গে কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনায় সামিল হলেও পাঙ্গং সো, গালওয়ান উপত্যকা ও পূর্ব লাদাখের অন্যান্য সংঘাতের ক্ষেত্রগুলোয় চিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্য ভাবে বাড়িয়েছে বলে খবর।
পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল লোকজনকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, গালওয়ান উপত্যকায় চিনের সেনাবাহিনী বেশ ভাল সংখ্যায় সেনা জওয়ান মোতায়েন করেছে। গত ১৫ জুন সেখানেই দুপক্ষের সেনাবাহিনীর মধ্যে হিংসা ছড়ায়। সংঘর্ষে এক জওয়ান সহ ২০ জন ভারতীয় জওয়ান প্রাণ হারান।
একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা বলেছে, পাঙ্গং সাও লেক সংলগ্ন ফিঙ্গার এলাকায় চিনারা বাহিনী মোতায়েন, নির্মাণকাজের মতো সামরিক তত্পরতা বাড়িয়েই চলেছে।
প্রসঙ্গত, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চিন-ভারত সীমান্ত সংঘাত সমাধানে সহায়তার ইচ্ছা প্রকাশ করেছেন।
চিন-ভারত সীমান্ত সংঘাত ‘খুবই সিরিয়াস, উদ্বেগজনক’, বৈঠক করে নিজেরা মিটিয়ে নিক, বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jun 2020 06:22 PM (IST)
একদিকে ‘কমনওয়েলথ সদস্য তথা দুনিয়ার সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, আরেকদিকে গণতন্ত্র সম্পর্কে আমাদের ধারণাকে চ্যালেঞ্জ করা একটি দেশ’-এই দুজনের বিরোধ, দ্বন্দ্বের কী তাত্পর্য্য হতে পারে ব্রিটেনের ওপর, তা নিয়ে কনজারভেটিভ পার্টির এমপি ফ্লিক ড্রামন্ডের বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন অভিমত জানান জনসন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -