লাদাখ: ২ দেশের চুক্তি অনুযায়ী প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ২ কিলোমিটারের মধ্যে গোলাগুলি ছোঁড়া যাবে না। কিন্তু পুরোপুরি নিরস্ত্র ভারতীয় সেনাদের প্রাণনাশে বদ্ধপরিকর চিনা সেনা তাঁদের ওপর পেরেক ঠোকা লাঠি আর কাঁটা দেওয়া তার মোড়া লোহার ডান্ডা দিয়ে হামলা চালায়।  এর প্রমাণ হাতে এসেছে।

১৯৯৬-এর চুক্তি অনুযায়ী ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনা গোলাগুলি চালাতে পারবে না। তাই চিন লাদাখে সঙ্কট মেটাতে আলোচনায় যোগ দিতে আসা সম্পূর্ণ নিরস্ত্র ভারতীয় সেনাদের খুন করতে পেরেক ঠোকা লাঠি আর কাঁটা তার মোড়া ডান্ডা নিয়ে আক্রমণ চালায়।  এরপর ভারতও জানিয়ে দিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাকে অস্ত্র নিয়ে আলোচনায় যাওয়ার অনুমতি দেওয়ার কথা ভাবছে তারা।

১৫ তারিখ গালওয়ান উপত্যকায় ২ পক্ষের সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন। চিনেরও অন্তত ৪৩ জন সেনার মৃত্যু হয়েছে বলে খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জওয়ানদের এই বলিদান বৃথা যাবে না। দেশের সার্বভৌমত্ব যে কোনও মূল্যে রক্ষা করা হবে। এ ব্যাপারে আলোচনা করতে আগামীকাল সর্বদল বৈঠক ডেকেছেন তিনি।