নিউ দিল্লি : গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট মুখ্যমন্ত্রীদের ফোন করছেন প্রধানমন্ত্রী। আজ আরও তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন তিনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সঙ্গে কথা বলেন মোদি। ওই তিন রাজ্যের করোনা পরিস্থিতির কথা জানতে চান।
গত বছর থেকেই দেশের মধ্যে সবথেকে বেশি সংক্রমণ দেখা গিয়েছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টাতেও নতুন করে ৫৪ হাজার ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮৯৮ জনের। এদিকে রাজ্যে ভ্যাকসিনেশনের জন্য পৃথক অ্যাপ তৈরির অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি লিখেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। গত কয়েকদিন ধরে সেখানে CoWIN অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশনে সমস্যা হওয়ায় কেন্দ্রকে চিঠি লেখেন উদ্ধব। এই পরিস্থিতিতে আজ মোদি-উদ্ধব কথা হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইট করে জানান, তিনি প্রধানমন্ত্রীকে রাজ্যে সংক্রমণের হার কমা ও দ্রুত সুস্থের সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছেন। এর পাশাপাশি তিনি করোনা মোকাবিলায় জনতা কার্ফু লাগু সহ বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশ সরকারের প্রচেষ্টায় সন্তোষ প্রকাশ করেছেন। কেন্দ্রের তরফে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রদেশে নতুন করে ১১ হাজার ৭০৮ জন সংক্রমিত হয়েছেন। এনিয়ে মোট আক্রান্ত ৬.৪৯ লক্ষর বেশি।
একইভাবে হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রীও জানিয়েছেন, করোনা রোগীদের অক্সিজেন জোগান দিতে রাজ্য সরকার কী করছে প্রধানমন্ত্রীর কাছে তার খতিয়ান তুলে ধরেন তিনি। এর পাশাপাশি হাসপাতালে বেডের সংখ্যা এবং ভ্যাকসিনেশনের কথা জানানো হয়।
শুক্রবার পাহাড়ি এই রাজ্যে নতুন করে ৪ হাজার ১৭৭ জন সংক্রমিত হয়েছেন। এনিয়ে মোট সংক্রমিত ১.২২ লক্ষর বেশি। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৬ জন আক্রান্তের। হিন্দিতে এক টুইটে জয়রাম ঠাকুর জানিয়েছেন, করোনা মোকাবিলায় রাজ্যকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, গত তিনদিনে প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি নিয়ে দেশের ১০ রাজ্যের মুখ্যমন্ত্রী ও দুই লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে কথা বলেছেন।