চেন্নাই : দেশের অন্যান্য রাজ্যের মতোই করোনা পরিস্থিতি ভয়ঙ্কর তামিলনাড়ুতেও। সংক্রমণ মোকাবিলায় তাই এবার লকডাউনের পথে হাঁটল দক্ষিণের এই রাজ্য। আগামী দুই সপ্তাহের জন্য রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল তামিলনাড়ুর নতুন সরকার। ১০ মে থেকে শুরু হচ্ছে।
এক বিবৃতিতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বলেন, "অনিবার্য কারণে এই লকডাউন। শুক্রবার ডিস্ট্রিক্ট কালেক্টর ও চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ মে ভোর ৪ টে থেকে ২৪ মে ভোর ৪ টে পর্যন্ত লকডাউনের মেয়াদ থাকবে।"
কোন কোন পরিষেবায় অনুমতি :
দেখে নেওয়া যাক লকডাউনের মধ্যে কোন কোন পরিষেবায় অনুমতি দিয়েছে তামিলনাড়ু সরকার...
- ৫০ শতাংশ কর্মী নিয়ে ব্যাঙ্ক পরিষেবা চালু থাকবে
- রেশন পরিষেবায় অনুমতি
- রেস্তোরাঁয় টেকঅ্যাওয়ে পরিষেবা দেওয়া যাবে
- রাস্তায় চারচাকার কোনও গাড়ি বা অটোরিকশ চলবে না, শুধুমাত্র হাসপাতাল যেতে বা বিয়েবাড়ি/শেষকৃত্যের কাজে ব্যবহারের অনুমতি দেওয়া হবে।
গত শুক্রবার তামিলনাড়ুতে নতুন করে ২৬ হাজার ৪৬৫ জন করোনায় আক্রান্ত হন। এনিয়ে রাজ্যে মোট সংক্রমিত ১৩ লক্ষ ২৩ হাজার ৯৬৫। এই সময়ের মধ্যে ১৯৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে মোট মৃতের সংখ্য ১৫ হাজার ১৭১।
রাজ্যের রাজধানী চেন্নাইয়ের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৬ হাজার ৭৩৮ জন সংক্রমিত। এর জেরে এপর্যন্ত শুধু রাজধানীতেই সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষ ৭৭ হাজার ৪২ জন। মোট মৃত ৫ হাজার ৮১।
রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচার-পর্বে ব্যাপক হারে সংক্রমণ দেখা দেয়। কারণ, সভা-মিছিলগুলিতে সামাজিক দূরত্ব-বিধির কোনও বালাই ছিল না। এনিয়ে এক মামলায় ক্ষোভ প্রকাশ করেছিল মাদ্রাজ হাইকোর্ট। প্রসঙ্গত, গতকালই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন এম কে স্টালিন। স্টালিনের সঙ্গে শপথ নেন নতুন মন্ত্রিসভার ৩৩ সদস্য। স্টালিন শপথ নেওয়ার পর তাঁর বোন তথা লোকসভার সদস্য কানিমোঝি আশাপ্রকাশ করেছিলেন, করোনা মোকাবলিয়া দাদা সফল হবেন। করোনা রুখতে ওঁর পরিষ্কার পরিকল্পনা রয়েছে। সেটাই হবে ওঁর অগ্রাধিকার।