নয়াদিল্লি: দেশের করোনা (India Corona Update) পরিস্থিতিতে ক্রমশই বাড়ছে উদ্বেগ। দৈনিক সংক্রমণের পরিসংখ্যানের ওঠানামা চলছেই। গতকালের তুলনায় একধাক্কায় ৪ হাজারের বেশি বাড়ল দৈনিক সংক্রমণ (Daily Case)। কমল মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৯ জনের।
দেশের করোনা আপডেট: গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ৫০৬। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩০। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ১১৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৪ লক্ষ ৫২ হাজার ১৬৪। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ হাজার ৯৫৩। দৈনিক পজিটিভিটি রেট ৪.১৬ শতাংশ। করোনাকে হারিয়ে দেশে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৮২৭ জন।
এদিকে আড়াই মাস পর রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে গেল (Daily COVID Cases)। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪২৪ জন। মৃত্যু হয়েছে ২ জনের। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত সবমিলিয়ে ২০ লক্ষ ২৭ হাজার ৯০১ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে সেরে উঠেছেন ২০ লক্ষ ৭৯৮ জন রোগী। মোট মৃতের সংখ্যা ২১ হাজার ২১৮। এই মুহূ্র্তে রাজ্যে করোনায় মৃত্যুর হার ১.০৫ শতাংশে রয়েছে। সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৯৬ জন কোরোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।