নয়াদিল্লি: ফের ঊর্ধ্বমুখী দেশের কোভিড-গ্রাফ (Covid19)। তিনহাজারের নিচে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা (Daily Corona Case)। তবে গতকালের তুলনায় সামান্য বাড়ল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৬৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫০৩ জন।  


একলাফে অনেকটাই বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা (Daily Death Toll)। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৯৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৭। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৯৭৪ জনের। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৭২২ জন। অ্যাক্টিভ কেসের (Active Case) সংখ্যা ৩৩ হাজার ৯১৭। দৈনিক পজিটিভিটি রেট (Daily positivity Rate) ০.৩৭ শতাংশ। এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন,  ৪ কোটি ২৪ লক্ষ ৪৬ হাজার ১৭১।





এদিকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে (West Bengal) নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ৩৫ জন। সবমিলিয়ে রাজ্য়ে করোনা আক্রান্তের (Corona Update) মোট সংখ্যা দাঁড়াল ২০,১৬,৪৭৩ জন। এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত (Corona Case) হয়ে প্রাণ হারিয়েছেন ১ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২১,১৮৮ জন। গত ১ দিনে রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১২১ জন। এ পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ১৯,৯৩,৯২০ জন। গতকালের সরকারি বুলেটিন অনুযায়ী রাজ্যে সুস্থতার হার ৯৮.৮৮ শতাংশ। 


আরও পড়ুন: Hijab Row Verdict: আজ হিজাব মামলায় রায় দেবে কর্ণাটক হাইকোর্ট