নয়াদিল্লি: ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা। শেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় ৩৪ শতাংশেরও বেশি বাড়ল দৈনিক মৃত্যু। যদিও সামান্য কমল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫২৬ জনের। শনিবার দেশে করোনায় মৃত্যু হয়েছিল ৩৯২ জনের। দেশে একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৮৫৩। শনিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৯২৯। 


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ৪ লক্ষ ৬০ হাজার ৭৯১ জনের। দেশে এযাবৎ মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৫৫ হাজার ৫৩৬ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৪৪ হাজার ৮৪৫। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৭ লক্ষ ৪৯ হাজার ৯০০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ১২ হাজার ৪৩২ জন সুস্থ হয়েছেন।


 






যদিও কালীপুজো আবহে রাজ্যে নিম্নমুখী করোনা গ্রাফ। শুক্রবারের থেকে ফের কমে শনিবারের করোনা সংক্রমিতের সংখ্যা। শুক্রবার ৯০০-এর কোটায় থাকলেও শনিবার একলাফে ৬০০-এর ঘরে নামল করোনার গ্রাফ (Covid Graph)। শনিবার (Saturday) রাজ্যের স্বাস্থ্য দফতের (Department of health) প্রকাশিত বুলেটিন (WB Health Bulletin) অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬৭০ জন। এ নিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৯৭ হাজার ৭৬৫ জন।


আরও পড়ুন: Covid 19 Vaccination : দেশে প্রথম, সম্পূর্ণ টিকাকরণের পথে এই কেন্দ্রশাসিত অঞ্চল


গত শুক্রবার রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছিলেন (Corona Death) ১৪ জন। শনিবারের বুলেটিন অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (state Corona) সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। সব মিলিয়ে রাজ্যে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৯ হাজার ২১৫ জনের। সরকারি হিসেবে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠে বাড়ি ফিরেছেন ৭৬৪ জন। ৬ নভেম্বরের হিসেবে রাজ্যে করোনায় অ্য়াক্টিভ রোগীর সংখ্যা কমে হয়েছে  হাজার ২৯ জন। এদিন রাজ্যে সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।