নয়া দিল্লি : করোনা মোকাবিলায় জোরকদমে টিকাকরণ চলছে দেশজুড়ে। অধিকাংশ রাজ্যেই টিকাকরণের প্রক্রিয়া অনেকটা এগিয়েছে। তবে একশো শতাংশ টিকাকরণ(যে বয়সীদের টিকাকরণ চলছে) শেষ করতে চলেছে লাক্ষাদ্বীপ। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে লাক্ষাদ্বীপই প্রথম এই মাইলফলক ছুঁতে চলেছে । সূত্রের খবর, এখানে ভ্যাকসিনের উভয় ডোজই সম্পূর্ণ হয়ে গেছে ৯৯.২ শতাংশ মানুষের।


স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, এই কেন্দ্রশাসিত অঞ্চলে ১,০১,৭৫৯ ডোজ প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ প্রয়োগ হয়েছে ৫৫,১৪৪টি এবং দ্বিতীয় ডোজ ৪৬,৬১৫। এদিকে ভারতে টিকাকরণের গণ্ডি ১০৮ কোটি ছাড়িয়ে গেছে। শনিবার এই সংখ্যাটা থেকেছে ১০৮,১৮,৬৬,৭১৫। এর মধ্য়ে প্রথম ডোজ প্রয়োগ করা হয়েছে ৭৩,৯৩,২২,৯০৮ এবং দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হয়েছে ৩৪,২৫,৪৩,৮০৭ ।


মন্ত্রকের তরফে এর আগে ঘোষণা করা হয়েছিল, ভারতে প্রাপ্ত বয়স্কদের ৭৮.৭ শতাংশ অন্ততপক্ষে ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়ে গেছেন। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে নটি প্রাপ্তবয়স্কদের প্রথম ডোজ দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় তাঁদের কাছে আবেদন জানিয়েছেন, যাঁদের ভ্যাকসিন বাকি রয়েছে তাঁদের তা দেওয়ার জন্য স্থানীয় স্তরে পরিকল্পনা করতে।    


প্রসঙ্গত, শেষ বুলেটিন অনুযায়ী দেশে করোনায় (Coronavirus ) একলাফে ৭৭ শতাংশেরও বেশি বেড়েছে দৈনিক মৃত্যু। অন্যদিকে, ১৪ শতাংশের বেশি কমেছে দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৯২ জনের। আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯২৯। 


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬০ হাজার ২৬৫ জনের। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৪৪ হাজার ৬৮৩ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৪৬ হাজার ৯৫০। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৭ লক্ষ ৩৭ হাজার ৪৬৮ জন। একদিনে ১২ হাজার ৫০৯ জন সুস্থ হয়েছেন।