নয়াদিল্লি: ফের কোভিড গ্রাফে লাফ। গত ২৪ ঘণ্টায় ৩ হাজারেরও বেশি নতুন ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়েছেন। গত কালের তুলনায় সংক্রমণে অন্তত ৪০ শতাংশ বৃদ্ধি হয়েছে। দৈনিক পজিটিভিটি রেট ২.৭ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.৭১ শতাংশ।


নতুন করে কোভিডে মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। নতুন করে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মহারাষ্ট্র থেকে ৩ জন, দিল্লি থেকে ২ জন, হিমাচল প্রদেশ থেকে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কেরল থেকে মিলেছে ৮ জনের মৃত্যুর খবর। এখন দেশের মোট সংক্রমণের মধ্যে ০.৩ শতাংশ অ্যাক্টিভ কেস। সংক্রমণ বাড়লেও দৈনিক সুস্থতার হার আশা জাগাচ্ছে। দেশে কোভিড থেকে সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ। এমনটাই জানাচ্ছে স্বাস্থ্য় মন্ত্রকের ওয়েবসাইট। 


কোভিড নিয়ে সতর্কতা শুরু হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। পাশাপাশি রাজ্যগুলোও কড়া নজর রাখছে পরিস্থিতির উপর। সারা দেশেই হঠাৎ করে বাড়তে শুরু করেছে কোভিড সংক্রমণের হার। গত ১৬ জানুয়ারি যেখানে দিল্লিতে একজনও কোভিড সংক্রমিত ছিলেন না। সেখানে গত ২৪ ঘণ্টায় দিল্লিতে কোভিড সংক্রমিত হয়েছেন ৩০০ জন। মহারাষ্ট্রের একাধিক জেলাতেও কোভিড সংক্রমণ বৃদ্ধি নজরে এসেছে।


কদিন আগেই দেশের সব রাজ্যগুলিতে এবং কেন্দ্র শাসিত এলাকায় ফের সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক। চটি পদক্ষেপের কথা জানানো হয়েছে। 'test, track, treat'- এর মাধ্যমে কোভিডবিধি মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এর আগেই বিষয়টি নিয়ে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে কোভিড এবং ইনফ্লুয়েঞ্জার পরিস্থিতি খতিয়ে দেখতে আগেই উচ্চ পর্যায়ের মিটিং করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোভিড ও ইনফ্লুয়েঞ্জা মোকাবিলায় দেশের পরিকাঠামো কোন পর্যায়ে রয়েছে, কীভাবে মোকাবিলা করা হবে তার প্রস্তুতি কেমন রয়েছে সেসবই আলোচনায় উঠে এসেছে। ওই বৈঠকেই কোভিড রুখতে ঠিকমতো কোভিড বিধি পালনের পক্ষে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও কোভিড পরীক্ষা, জিনোম পরীক্ষা, সবরকমের মাত্রাতিরিক্ত শ্বাসকষ্ট এবং ওই সংক্রান্ত সমস্যা থাকলেই পরীক্ষার কথাও বলা হয়েছে। কোভিডে ব্যবহৃত ২০টি প্রধান কোভিড ওষুধ, ১২টি অন্যান্য ওষুধ, ৪টি বাফার ওষুধ এবং ১টি ইনফ্লুয়েঞ্জা ওষুধের প্রাপ্যতা ও দাম পর্যবেক্ষণ করার কথাও বলা হয়েছে।পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলি কতটা প্রস্তুত আছে, তা খতিয়ে দেখার জন্য মক ড্রিল করার কথাও বলেন প্রধানমন্ত্রী। কঠোরভাবে রেসপিরেটরি হাইজিন ও কোভিড বিধি মেনে চলার কথা বলেন। মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা, ২ গজের দূরত্ব বজায়ও রাখার কথাও বলেন। এই নিয়মগুলি যথাযথভাবে মানা হচ্ছে কিনা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা কড়া নজরদারি করতে নির্দেশ দেন।  


আরও পড়ুন: কর্নাটক এবার কংগ্রেসের? নাকি মসনদে ফের বিজেপি? কী ইঙ্গিত সি ভোটারের?